এই মুহূর্তে আপনার ক্যারিয়ার তো 'ফ্লাইং হাই'।
হাই কিনা জানি না। কাজ আসছে, করছি। শুটিংয়ে রাত হলে হাই ওঠে এটুকু জানি। হাঃ হাঃ হাঃ...
'ভেঙ্কটেশ ফিল্মস'-এ কোয়েল মলি্লকের পরেই আপনাকে নাকি 'ব্লু-আইড গার্ল' বলা হচ্ছে?
ওরে বাবা! জানতাম না তো।
এরকম হলে ভালো। কমপ্লিমেন্ট পেতে কার না ভালো লাগে।
এই হাউসের সঙ্গে আর কী করছেন?
রবি কিনাগির পরের ছবি সোহমের সঙ্গে করছি। এছাড়াও কিছুদিন আগে করলাম বিরসা দাশগুপ্তের ছবি 'গল্প হলেও সত্যি'। সেটাও সোহমের সঙ্গেই।
'প্রলয়' ছবির অফার কী 'বোঝে না সে বোঝে না'র সাফল্যের কারণে?
মনে তো হয় না। প্রথমে তো আমি কাজটা করব জানতামই না। রাজের [নির্মাতা রাজ চক্রবর্তী] কাছে শুনেছিলাম দুর্গা চরিত্রটার ব্যাপারে। স্ক্রিপ্টটাও জানতাম। শুটিং শুরুর ১০-১৫ দিন আগে রাজ আমাকে অফিসে ফোন করে ডাকে।
বলে, 'তুই করবি দুর্গা'। আমি প্রচণ্ড খুশি হয়েছিলাম। যাকে বলে রীতিমতো উত্তেজিত।
এরকম একটা সিরিয়াস বিষয় নিয়ে ছবি। ক্যারিয়ারের মোড় ঘোরাতে পারে?
'প্রলয়' খুব যত্ন নিয়ে, খুব সচেতনভাবে বানানো হয়েছে।
নিঃসন্দেহে এর একটা মেসেজ আছে যা অনেক মানুষকে উদ্বুদ্ধ করবে। ভালো কাজ করলে ক্যারিযারের মোড় ঘোরাতে পারে যে কোনো ছবিই।
রাজের সঙ্গে আপনার বন্ডিংয়ের কী ব্যাখ্যা দেবেন? প্রেম-ট্রেম নাকি?
আমরা ডিরেক্টর আর অ্যাক্টর। ব্যস, আর কিছু না। হ্যাঁ, হতে পারে আমরা মাঝে মাঝে একসঙ্গে খাই, আড্ডা দিই।
কিন্তু সম্পর্কটা ওইখানেই সীমাবদ্ধ। কেউ ভুল ব্যখ্যা করলে কিচ্ছু করার নেই। যার যা মনে হয় তা নিয়েই খুশি থাকুক, আমার কি!
কথাটার মধ্যে কি অহংকার ঝরে পড়ল না?
আমি মোটেও অহংকারী নই। আমি বলতে চাচ্ছি, যেহেতু মানুষ আমাকে নিয়ে এমনটা ভাবে, ভাবুক। ভেবে যদি কেউ সুখ পায়, পাক না।
আমি তো আর বাড়ি বাড়ি গিয়ে মানুষের ভাবনা পাল্টাতে পারব না।
কিন্তু আপনার বিরক্ত লাগে না?
না। আমি একটুও বিরক্ত হই না। যার যা বলার বলবে। আমি রিঅ্যাক্ট করে কারও মুখ বন্ধ করতে পারব না।
নাউ আই অ্যাম ইউজ টু।
পরের ছবি কী?
'গল্প হলেও সত্যি' প্রায় শেষ। জাস্ট এক দিনের কাজ বাকি আছে। আমি ওয়েট করছি দুগ্গা দুগ্গা বলে নেঙ্ট ভালো অফারের কাজ শুরু করার জন্য।
আর বাড়িতে চিকুকে [পোষ্য] সময় দিতে পারছেন?
না পারলে নিজেই ছটফট করি তো! তাই পারতে হয়।
সময় বের করে নিই।
* শোবিজ ডেস্ক
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।