আমাদের কথা খুঁজে নিন

   

আমি এ সম্পর্কটা চাই।

Need to hide myself

কি যে টান আছে আমি জানিনা। ওকে আমি বলতেও পারিনি। ও বার বার জিঙ্গেস করেছিল কেন তাকে ছেড়ে যেতে চাই, কি তার অপরাধ, ও বলেছিল আমরাতো ভালো থাকতে শুরু করেছি। গত পাচঁবছর আমরা এতো কষ্ট করেছি যে ভালো থাকার কথা চিন্তাই করতে পারিনি। যখন ভালো থাকা শুরু করলাম তখন কেন চলে যেতে চাইছো আমি তার উত্তর দিতে পারিনি।

কারন আমার বার বার মনে হয়েছে এ সম্পর্কটা আমি চাই। তাই ওর কাছে বিষয়টি লুকাইনি। আর ও বিষয়টি বুঝতে পারছে না। সারাদিন মনমরা হয়ে থাকে। এদিকে যে সম্পর্ক আমি নিজেই তৈরী করেছি সেটা আমি কি করে ভেঙ্গে দিই।

ওর বন্ধুকে স্বপ্ন দেখিয়েছিতো আমিই। মাঝরাতে সবকিছু নতুন করে সাজাতে ওকে বলেছি ডিভোর্সের কথা। ও এর আগে আমাকে বুঝাতে চাইলেও বারবার শুধু বলেছে ওর বন্ধুটি সুযোগ নিয়েছে যারা সুযোগ নিতে চেষ্টা করে তারা কখনো ভালোবাসেনা এর আগেও নাকি একই বন্ধু ওর পুরনো প্রেমিকাকেও ভুলিয়ে নিয়েগিয়েছিল তার সাথেও প্রেম করেছে। ও আমাকে বারবার চ্যালেঞ্জ করে ওই বন্ধু নাকি আমাকে কখনো বিয়ে করবে না। কারন সে নাকি জানে আমি কখনোই সন্তান আর ওকে ছেড়ে আসবোনা তাই সুযোগ নিচ্ছে।

বিয়ে করতে চাইলেও নাকি করবে না। কিন্তু আমি জানি ওর বন্ধু আমাকে ভীষন ফিল করে। আমি জানি সে আমাকে বিয়ে করবে। তাছাড়া ওর কথা ঠিক নয় সে আমার কাছে সুযোগ নেয়নি বরং আমিই তাকে প্ররোচিত করিছি । স্বপ্নও দেখিয়েছি সংসারের।

তবে এখন আমার প্রায়ই মনে হয় বাচ্চাটি হয়তো ভালো থাকবেনা। আমার বাবা মাও হয়তো ভালো থাকবেনা। কিন্তু আমার কিছু করার নেই। ওর কথা আমার সত্যি মনে হয়না। ওর বন্ধুটিকে সে ইর্ষা করে তাই ও নানারকম কথা বলে একসময় প্রেমিকাকে নিয়ে গিয়েছিল তাই ইর্ষার মাত্রাটা আরো বেড়েছে।

সম্পর্কটা এমন একটা অবস্থায় এসে দাড়িয়েছে যে আমি চাইলেও তাকে না করে দিতে পারছিনা। এদিকে ও নিজেও আর আমার সাথে থাকতে চাইছে না। ওর এক কথা সে থাকবে না আলাদা হয়ে যাবে। ও বলে যে আমাকে ভালোবাসতে পারলোনা যে আমাদের সবার কথা চিন্তা না করে অন্যের প্রেমে পড়ে গেল তার সাথে নাকি ও থাকবেনা। ও আব্বুকে বলেছে, আপনার মেয়ে আমার কাছে ডিভোর্স চেয়েছে আমি দিয়ে দিবো।

কাগজ রেডি করতে বলেন তাছাড়া ডিভোর্স না করলেও আমি আর থাকবোনা। সম্পর্ক নাকি ওর কাছে নানান জাতি গোষ্ঠীর এক দেশে একত্রে থাকার মতো। ও আব্বুকে বললো যে জাতি একবার স্বাধীনতা চায় তারা কোননা কোন দিন স্বাধীন হয়ই। তাই এই সম্পর্ক আর দীর্ঘায়িত করতে চায় না ও। এরপর অনেক দিন পেরিয়ে গেছে ও আমাদের ছেড়ে যায়নি।

এক বাড়িতেই থাকি কিন্তু একসাথে না। ও আব্বুকে বলেছে যে তাকে ভালোবাসতে পারলো না তার সাথে ভালোবাসাহীনতা নিয়ে ও থাকবে না। আমি ওকে অনেকবার বলেছি আমি ওকেও ভালোবাসি কিন্তু ও একগুয়ে, থাকবেনা আমাদের সাথে। আমি সন্তানের কথা বললে ও বলে এটা নিয়ে সে তার মতো ভাবে। যেমনটা ভেবে আমি প্রেমে পড়তে পেরেছি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।