তবে, ছুটি চলাকালে আবাসিক হলগুলো খোলা থাকবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক মর্ত্তুজা আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গ্রীষ্মের ছুটি এক সপ্তাহ কমানো হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) ছুটি শুরু হবে। ২৪ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।
সাম্প্রতিক সময়ে সহিংসতার কারণে বিশ্ববিদ্যালয়ে ক্লাস, পরীক্ষা পিছিয়ে যাওয়ায় শিক্ষার্থীদের মঙ্গলের কথা বিবেচনা করে এবার আমরা গ্রীষ্মকালীন ছুটি সাতদিন কমানো হয়েছে বলেও তিনি জানান।
একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ১৬মে থেকে ৩০মে পর্যন্ত ছুটি থাকলেও তা কমিয়ে ২৪ মে পর্যন্ত করা হয়েছে। ২৫মে থেকে ক্লাস, পরীক্ষা ও স্বাভাবিক কার্যক্রমে ফিরবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।