আমাদের কথা খুঁজে নিন

   

রুয়েটে মধ্যরাতে ছাত্রলীগ-শিবির সংঘর্ষ

"লেখা কম, পড়া বেশি" ব্লগার

i cant write in phonetic and now in my keyboard there is no bangla layout. so i coppy an article from http://www.bdnews24.com and add update sorry for this. Thu, Jan 8th, 2009 12:51 am BdST রাজশাহী, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) বুধবার রাতে ছাত্রলীগ ও ইসলামী ছাত্র শিবিরের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে ছাত্র সংগঠনগুলোর দাবি, আহতের সংখ্যা আরও বেশি। আহতদের মধ্যে শিবিরের রুয়েট শাখা সভাপতি তবিবুর রহমান, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান, কর্মী রবিউল, রুমেল, রব্বানি ও নোবেল এবং ছাত্রলীগ কর্মী সেতুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও হাসপাতাল ও ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জিয়াউর রহমান হলের ছাত্রলীগ কর্মীরা রাত সাড়ে ১০টার দিকে একটি মিছিল বের করলে শিবির কর্মীরা তাতে বাধা দেয়।

এ নিয়ে দুই পক্ষ সংষর্ষে জড়িয়ে পড়ে। পরে সংঘর্ষ শহীদ সার্জেন্ট সেলিম হল ও শহীদুল্লাহ হলে ছড়িয়ে পড়ে। পুলিশ কর্মকর্তা বলেন, "আমরা প্রথমেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারতাম। কিন্তু হল প্রশাসনের কাউকে না পাওয়ায় ভেতরে ঢুকতে পারিনি। " রাজশাহী মেট্রাপলিটন পুলিশের ডিসি (সদর) সাজ্জাদুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার হাফিজুর রহমান, মতিহার জোনের সহকারী কমিশনার এম কে জাহাঙ্গীর হোসেন এবং র‌্যাব কর্মকর্তারা রাতেই ঘটনাস্থল ঘুরে দেখন বলে ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল জানান।

জিয়াউর রহমান হলের ছাত্রলীগ কর্মী আল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত সাড়ে ১০টার দিকে আমরা হলের তৃতীয় তলায় মিছিল বের করলে শিবির আমাদের বাধা দেয়। এরপরই সংঘর্ষ শুরু হয়। " রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি দেলওয়ার হোসেন সাঈদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে দাবি করেন, "ছাত্রলীগের কর্মীদের হামলায় শিবিরের ১৫ থেকে ২০ জন আহত হয়েছে। " taken from Click This Link আজকে কতৃপক্ষ অনির্দিষ্‌ট কালের জন্‌য পরীক্ষা পিছিয়ে দিয়েছে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।