আমি খুঁটির উপর বসে থাকা কাককে, মানুষের সর্বনাশ করতে দেখেছি
নেশা মানুষের বিবেক-মনুষ্যত্ববোধ কেড়ে নেয়। আসক্তদের নেশাগ্রস্থ নেশা পরবর্তী পর্যায়ে বুঝাতে গেলে তারা অনাধুনিক, খ্যাত, ভীতু, তুমি এসব বুঝবে না, টানে কি আনন্দ, কত শত কথা শুনিয়ে দেয়। তাদের কাছে আধুনিকতা আর নেশা অবিচ্ছ্যেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। আধুনিকতার সংজ্ঞায়নে নেশা কিভাবে অপরিহার্য হয়ে উঠল তা আমার বোধগম্য নয়। একটা বয়সের পরে নেশাগ্রস্থ ছেলেমেয়েকে আর নিয়ন্ত্রণ করা যায় না।
যত নৈতিক-পারিবারিক শিক্ষা ১০-১৬ এই সময়ের মধ্যে শিখাতে না পারলে সেটা পরবর্তীতে বিপদ ঢেকে আনে। এই বয়সের পরে হুট করে বেশ কিছু সংখ্যক ছেলেমেয়েরা নিজেদেরকে একেকজন অভিভাবকের চেয়ে জ্ঞানী ও বড় ভাবতে শুরু করে। অবাধ চলাফেরায় বাঁধা দিলেই তারা চরম অবাধ্য হয়ে উঠে। মাঝে মাঝে অবাধ্যতা হিংস্রতায় রূপ নেয়। এমনই এক হিংস্র মূহুর্তে ঐশীর সহযোগিতায় নির্মমভাবে খুন হয় তারই আপন মা-বাবা।
স্বাধীনতা ততক্ষণই স্বাধীনতা যতক্ষণ পর্যন্ত না তা মা-বাবার চোখে অবাধ্যতা। আর কেউ কাউকে জোর করে খারাপ করে দেয় এটা আমি বিশ্বাস করি না। যে খারাপ হয়েছে তার মনে খারাপ হবার সুপ্ত বাসনা ছিল বলেই সে সুযোগ পেয়েই এই জগতে পা দিয়েছে।
কমবেশী সবাই জানে, সীসা, মদ, গাঁজা, নেশার ইঞ্জেকশন কোথায় সহজলভ্য। এখানে মূখ্য হচ্ছে নেওয়ার ইচ্ছেটা।
ঐশীরা তোমাদের বেশী কিছু বলার নেই। তোমরা আধুনিক। তোমরা সীসা, ইয়াবা, মদ, গাঁজা নাও। তোমাদের আধুনিকতায় আজ তোমাদের মা-বাবাদের জীবন বিপন্ন। জানি আরো শত শত ঐশী আছে।
আমি শুধু প্রার্থনা করি, ঐশীদের মা-বাবারা নিরাপদে থাকুক নেশাগ্রস্থ সন্তানের হাত থেকে। প্রার্থনা করি, যেন ঐশীদের মা-বাবারা ১০-১৬ এই বয়সের মধ্যেই ছেলেমেয়েকে ভালো-খারাপ বুঝার মত করে গড়ে তুলতে পারে।
ঐশীদের আধুনিকতার হাতে বিপন্ন নয়, নিরাপদ হোক তাদের মা-বাবাদের জীবন। কতটুকু আধুনিক হলে মানুষ মা-বাবাকে খুন করে ?
ঐশীর মা-বাবা জান্নাতবাসী হোক। - আমিন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।