ইন্টারনেট সার্চ ইঞ্জিন ইয়াহু'র প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যারোল বার্জকে বরখাস্ত করা হয়েছে। বোর্ড পরিচালকদের সিদ্ধান্ত অনুযায়ী তাকে অব্যাহতি দেওয়া হয়। যা দ্রুতই কার্যকর হবে। মার্কিন ইন্টারনেট কোম্পানির পক্ষ থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। প্রায় আড়াই বছর ইয়াহুর সর্বো"চ পদে থেকে তিনি অপসারিত হলেন। বরখাস্ত হওয়ার খবরটি বার্জ এক ই-মেইলবার্তায় সহকর্মীদের বলেন, আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, ইয়াহু বোডের্র চেয়ারম্যান টেলিফোনে আমাকে এইমাত্র বরখাস্ত করেছেন। বিবিসি জানিয়েছে, নতুন সিইও নিয়োগ না হওয়া পর্যন্ত ইয়াহু'র প্রধান অর্থনীতি বিষয়ক কর্মকর্তা টিম মোর্সে ভারপ্রাপ্ত সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন। রেফরেন্সঃ মানবজমিন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।