মুনাফা সন্তোষজনক হলেও বিক্রি কমেছে ইন্টারনেটে বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান ইয়াহুর। এক প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, এই বছরের চতুর্থাংশে বিক্রি সামান্য কমেছে ইয়াহুর। গত বছরের তুলনায় তা কমে জুনের শেষ পর্যন্ত ইয়াহুর বিভিন্ন সেবা বিক্রি দাঁড়িয়েছে ১১০ কোটি ডলারে।
মঙ্গলবার প্রকাশিত চতুর্থ প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে দেখা যায়, ইয়াহু ও ওয়াল স্টিটের প্রত্যাশার তুলনায় সামান্য কমে গেছে প্রতিষ্ঠানটির বিক্রি। অন্যদিকে বছরের চতুর্থ প্রান্তিকে শেয়ারবিষয়ক ক্ষতিপূরণ ও এককালীন কিছু খরচ বাদে ৩৩ কোটি ১০ লাখ ডলার মুনাফা বেড়েছে, যা গতবছরের তুলনায় ৪৬ ভাগ বেশি।
লিখিত বিবৃতিতে ইয়াহুর সিইও মারিসা মেয়ার জানিয়েছেন, “আমাদের ব্যবসা ধারাবাহিকতা বজায় রয়েছে। আমরা আগের চেয়ে বেশি পণ্য এনেছি। প্রায় প্রতি সপ্তাহেই একটি নতুন পণ্য আসছে। ”
ডেস্কটপ ও মোবাইল ফোনে ইয়াহুর মেইল, আবহাওয়া, খেলা, খবর ও ফ্লিকার ভার্সনগুলোতে সম্প্রতি আংশিক পরিবর্তন আনা হয়েছে। প্রায় একবছর ইয়াহুর পেইজ ভিজিট কমার পর সম্প্রতি তা আবার বাড়ছে বলে জানিয়েছেন মেয়ার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।