গোটা বিশ্বে মানুষের যোগাযোগের সনাতন ধারণাকেই আমূল পাল্টে দিয়েছে ইয়াহু। শুধু বিদেশে নয়, বাংলাদেশেরও বেশিরভাগ ই-মেইল ভক্তদের কাছে 'ইয়াহু' নামটিই সর্বজন পরিচিত, জনপ্রিয়ও বটে। নিজের সব ধরনের সীমাবদ্ধতাকে কাটিয়ে ইয়াহু এখন পুরোদমে ভোক্তাবান্ধব। একথায় ফের চাঙ্গা হচ্ছে ইয়াহু একটি-দুটি কিংবা কয়েকটি নয়, শত শত ফিচার নিয়ে ইয়াহু এখন দাপুটে চরিত্রে। স্মার্টফোন, ট্যাবলেট, আইফোন সবখানেই ইয়াহুর সরব উপস্থিতি।
নতুন এ পরিবর্তন কম্পিউটারের সঙ্গে আইফোন, স্মার্টফোন এবং ট্যাবলেটেও যুক্ত হয়েছে। সব মিলিয়ে বর্তমানে প্রায় এক টেরাবাইট জায়গা বিনামূল্যে ব্যবহারের অবারিত সুযোগ করে দিয়েছে (www.yahoo.com) ইয়াহু মেইল। প্রসঙ্গত, ১০২৪ গিগাবাইট মিলে হয় এক টেরাবাইট। অন্যদিকে সংখ্যাতত্ত্ব বলছে, এক টেরাবাইট স্টোরে ৫ লাখ ৩৭ হাজার ৭৩১টি ছবি সংরক্ষণ করা সম্ভব। ই-মেইল দুনিয়ার শাসক এখন শুধু ই-মেইল নয়, আন্তর্জাতিক সংবাদমাধ্যম, গণমাধ্যম, ব্যবসামাধ্যম, সার্চ ইঞ্জিন এমনকি মোবাইলভিত্তিক বিজ্ঞাপনের বাজারেও আধিপত্য বিস্তার করেছে ইয়াহু।
প্রসঙ্গত, গত ডিসেম্বরে কিছুদিন আগের পুরনো ইয়াহু ঠিকানাগুলো বাতিল করে একেবারেই নতুন আদলে ই-মেইল সেবার ঘোষণা দেয় ইয়াহু। এতে অনেক ইয়াহু ভক্তই নতুন করে পছন্দসই নাম নিবন্ধনের সুযোগ পেয়েছেন। একের পর এক ব্যবসাপ্রতিষ্ঠান কিনে নিজেকে ঢেলে সাজাচ্ছে ইয়াহু। আর তাতে সাড়াও মিলছে ব্যাপক। এ জনপ্রিয়তার ধারাবাহিকতায় ইয়াহু অনলাইন খাতে ছাড়িয়ে গেছে মাইক্রোসফট, ফেসবুক, অ্যামাজন এবং ইবে'র মতো প্রতিষ্ঠানকে।
এ মুহূর্তে শুধু যুক্তরাষ্ট্রেই ২০ কোটি সক্রিয় ই-মেইল গ্রাহক আছেন। আর যুক্তরাষ্ট্রের শীর্ষ অনলাইন প্রতিষ্ঠানগুলোর তালিকায়ও জায়গা করে নিয়েছে ইয়াহু। বাংলাদেশের তালিকায়ও সেবাভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে ইয়াহু এখন নিজের জনপ্রিয়তা বাড়িয়ে চলেছে। প্রতিদিনই বাড়ছে ইয়াহুর গ্রাহক আর সেবাভুক্ত গ্রাহকের সংখ্যা। ভবিষ্যতের হাজারো সেবাকে আমলে নিয়ে এগুচ্ছে ইয়াহু।
ভোক্তা সন্তুষ্টিকে এখন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে ইয়াহু। ঠিক এ কারণেই ঢেলে সাজানো হচ্ছে ইয়াহুকে। এসব কিছুতে নেতৃত্ব দিচ্ছে জি-মেইল সেবার অভিজ্ঞ উন্নয়ক মারিসা মায়ার। যিনি এখন ইয়াহুর সিইও পদ সামলাচ্ছেন। বিজ্ঞাপনের জগতে ইয়াহু এখন দাপট ছড়াচ্ছে।
এ উদ্দেশ্যে তারা অ্যাড ম্যানেজার, অ্যাড ম্যানেজার প্লাস এবং অ্যাড এঙ্চেঞ্জের মতো শক্তিশালী অনলাইন টুলস উদ্ভাবন করেছে। এ ছাড়া আইফোন এবং আইপড টাচের জন্য আলাদা ফিচার এবং সেবা তৈরিতে সুদীর্ঘ গবেষণা চালিয়ে যাচ্ছে ইয়াহু। এক কথায় নতুন করে মাথাচাড়া দিয়েছে ইয়াহু। * ইনফোটেক ডেস্ক
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।