সান ফ্রান্সিসকো, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইন্টারনেট সার্চ ইঞ্জিন ইয়াহু'র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ক্যারোল বার্জকে বরখাস্ত করা হয়েছে। প্রায় আড়াই বছর এই প্রতিষ্ঠানটির সর্বোচ্চ পদে থেকে দায়িত্ব পালনের পর তিনি অপসারিত হলেন।
বোর্ড পরিচালকদের সিদ্ধান্ত অনুযায়ী তাকে অব্যাহতি দেওয়া হয় যা দ্রুতই কার্যকর হবে বলে ওই মার্কিন ইন্টারনেট কোম্পানির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়।
তবে বরখাস্ত হওয়ার এই খবর বার্জই প্রথম জানান। এক ই-মেইলবার্তায় তিনি সহকর্মীদের বলেন, "আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, ইয়াহু বোর্ডের চেয়ারম্যান টেলিফোনে আমাকে এইমাত্র বরখাস্ত করেছেন।
"
ই-মেইলবার্তায় তিনি আরো বলেন, "আপনাদের সাথে কাজ করে আমি অনেক আনন্দ পেয়েছি। আপনারা সবাই সামনে এগিয়ে যান, এই কামনা রইল। "
নতুন সিইও নিয়োগ না হওয়া পর্যন্ত ইয়াহু'র প্রধান অর্থনীতি বিষয়ক কর্মকর্তা টিম মোর্সে ভারপ্রাপ্ত সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন বলে বিবিসি জানায়।
বাজারে শেয়ার বাড়ানোর ব্যাপারে ইয়াহু কঠোর লড়াই চালাচ্ছে। প্রতিনিয়ত এই ইন্টারনেট কোম্পানিটিকে গুগল ও ফেইসবুকের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে।
ক্যারোল বার্জ ২০০৯ সালে ইয়াহু'র সহ-প্রতিষ্ঠাতা জেরি ইয়াং'র কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। দায়িত্ব পাওয়ার পরপরই তিনি ব্যবস্থাপনা পর্যায়ে উল্লেখযোগ্য পরিবর্তন আনার পাশাপাশি ব্যয় কমাতে কর্মী ছাঁটাইয়ের পদক্ষেপও গ্রহণ করেন।
ক্যারোলের কর্মকাণ্ড সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে সি-নেট'র প্রযুক্তি বিশ্লেষক ল্যারি ম্যাগিড বলেন, ক্যারোল বার্জের নেতৃত্বে কোম্পানিটির উল্লেখযোগ্য তেমন কোনো অগ্রগতি অর্জিত হয় নি।
তিনি আরো বলেন, ফেইসবুক অনেক এগিয়ে। এমন কি গুগলও ইয়াহু থেকে সামাজিক যোগাযোগের ক্ষেত্রে এগিয়ে রয়েছে।
সমালোচকেরা মনে করেন, অনুসন্ধান ও সামাজিক যোগাযোগের যে আকর্ষণীয় বাজার ছিল, ইয়াহু তা ধরতে ব্যর্থ হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১২৫ ঘ. ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।