শনিবার রাতে ধোপাখালী ইউনিয়নের উত্তর মাধবকাঠি গ্রাম থেকে আটকরা হলেন ওই গ্রামের প্রয়াত আবতাব উদ্দিনের ছেলে কাসেম সরদার (৫৫), তার স্ত্রী মোমেনা বেগম (৪০) এবং তাদের খালাতো ভাই আলীপুর গ্রামের হানিফ শেখের ছেলে হাবিব শেখ (৪৮)।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, গোপন সংবাদ পেয়ে শনিবার রাত দশটার দিকে পুলিশের একটি দল এ অভিযান চালায়।
এ সময় কাসেম সরদারের স্ত্রী মোমেনাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি বসত ঘরের খাটের নিচে লুকিয়ে রাখা একটি দেশে তৈরি পাইপগান বের করে দেন।
তার স্বামী কাসেম ও খালাতো ভাই হাবিব কয়েকদিন আগে এই অবৈধ অস্ত্রটি লুকিয়ে রাখতে তাকে দেন বলে তিনি পুলিশকে জানান।
পরে তার দেয়া তথ্যমতে কাসেম সরদার ও হাবিবকে আটক করা হয়।
এদের বিরুদ্ধে কচুয়া থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।