অলসদের দিয়ে কী আর হয়। আলসেমি ছাড়া!
বাগেরহাট জেলার রামপাল উপজেলার রামপাল ইউনিয়নের শ্রীফলতলা গ্রামের স্কুল শিকদের সভা আহ্বান করা হয় মোবাইল ফোনে, এসএমএসের মাধ্যমে। সেখানকার গ্রামে যে বাৎসরিক মেলাটি হয় সেটির নাম ‘জ্ঞানমেলা’ জ্ঞানই সেখানে মূখ্য। সেই গ্রামের আড্ডা দেওয়ার জায়গাটি রয়েছে ‘জ্ঞানকেন্দ্রে’। গ্রামের অবসর বিনোদনের একটি বড়ো মাধ্যম দাবা খেলা।
সেখানে নিয়মিত গণিত ও অন্যান্য বিষয়ে প্রতিযোগিতা হয় শিক্ষার্থীদের মধ্যে। সেই গ্রামেরই জেলা হলো বাগেরহাট। আগস্ট মাসে আমি দুইদিনের জন্য বাগেরহাট - খুলনা- মংলা গিয়েছি। বাংলাদেশ টেলিসেন্টার নেটওয়ার্কের জেলা রিসোর্চ সেন্টার উদ্বোধনের অনুষ্ঠানের। ফাকে ফাকে জেলা প্রশাসকের উদ্যোগ, মেয়েদের স্কুলে বিজ্ঞান ও আইসিটি মন্ত্রণালয়ের গড়ে দেওয়া কম্পিউটার ল্যাব, মংলায় বিটিএনের কর্মশালা - এসবতো ছিল।
পুরো সময় জুড়ে আমাদের গ্রাম প্রকল্পের রেজা সেলিম ভাই এর সঙ্গে ছিলাম। সে সময় আমরা আলাপ করেছি, তথ্য প্রযুক্তির ব্যাপারে কীভাবে তৃণমূল পর্যায়ে আরো সচেতনতা সৃষ্টি করা যায়। সেই চিন্তা থেকে সেলিম ভাই দুইদিনের একটি অনুষ্ঠানের কথা চিন্তা করেছেন যেখানে স্থানীয় জনগণ তাদের চিন্তা ভাবনা নিয়ে যোগ দেবেন। জাতীয় পর্যায়ে কাজ করে এমন ব্যক্তিরাও যাবেন। একটি দ্বিমুখী উৎসব বলা যায়।
এটির নাম দেওয়া হলো - বাগেরহাট হবে ডিজিটাল: জ্ঞান উৎসা ২০০৯। ডিজিটাল কারণ ২১ শতকে জ্ঞান ভিত্তিক সমাজ গঠনের মূল উপাদান হলো তথ্য প্রযুক্তি। আমাদের ইচ্ছে যে, প্রতি বছর এই জ্ঞান উৎসবটি অনুষ্ঠিত হবে।
দুইদিনে যা যা করা হবে বলে আমরা ভাবছি তা হলো
বর্ণাঢ্য শোভাযাত্রা : স্বাধীনতা চত্ত্বর থেকে শিল্পকলা একাডেমি
সেমিনার : ডিজিটাল বাগেরহাট : করনীয় নির্ধারণ
উইকিপিডিয়ার জন্য ছবি প্রতিযোগিতা
কবিতা পাঠের আসর
বাগেরহাটের বিশিষ্ট জ্ঞানকর্মীদের সম্মননা
সাংস্কৃতিক অনুষ্টান
টেলিস্কোপে আকাশ দেখা ও আকাশ চেনা প্রতিযোগিতা
ক্যাবল নেটওয়ার্কে তথ্যচিত্র ও চলচ্চিত্র প্রদশর্নী
গণিত অলিম্পয়াড/ সংখ্যা বিষয়ক কর্মশালা - শিক্ষার্থীদের জন্য
গণিত শিক্ষকদের জন্য কর্মশালা
দ্বিতীয় দিন
উইকিপিডিয়াতে বাগেরহাটের তথ্য হালনাগাদ করা
সেমিনার : অপরাধ দমনে তথ্য প্রযুক্তি
শিক্ষার্থীদের জন্য কম্পিউটারে উপস্থাপনা প্রতিযোগিতা
মুক্ত আলোচনা : ডিজিটাল বাগেরহাট – কীভাবে এগোবো
পুরস্কার বিতরণী
উভয় দিন
সুন্দরবনকে ভোট দেওয়ার বুথ
পট কর্মশালা
সাহিত্য আড্ডা
তথ্য ও উদ্ভাবনী প্রদর্শনী
গণিত ও বিজ্ঞান বই এর প্রদর্শনী
স্বল্পমূল্যে স্কুলের বিজ্ঞান বিষয়ক পরীক্ষার কিট প্রদর্শনী (গাইবান্দায় উদ্ভাবিত)
আমরা আরো কিছু প্রস্তাব পাচ্ছি। সেগুলোকে নিয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে।
লোগো চূড়ান্ত হলে ওয়েবসাইটটি চালু করা হবে। তখন সেখানে সব আপডেট দিতে পারবো।
একটি বড় সমস্যা হলো বাজেট। মনে হচ্ছে একটি বড় অংকের টাকা লাগবে। কোথায় পাবো এখনো জানি না।
দেখা যাক।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।