আমাদের কথা খুঁজে নিন

   

বাগেরহাটে সহিংসতা বাড়ছে

বাগেরহাট সদর উপজেলা নির্বাচন যত এগিয়ে আসছে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের সহিংসতার মাত্রা ততই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এ উপজেলার বেমরতার মাদ্রাসা বাজারে বৃহস্পতিবার সকালে যুবদল নেতা লালনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। যাত্রাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মাদসহ ১৫ নেতা-কর্মীকে রাতে গ্রেফতার করতে পুলিশ বাড়িতে বাড়িতে তল্লাশি চালিয়েছে। গত এক সপ্তাহে তাদের হামলায় ১৯ দলের অর্ধশত নেতা-কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করে বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ১৯ দলের সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ও সদর থানা বিএনপি সভাপতি সৈয়দ নাসির আহম্মেদ মালেক। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মেহেবুবুল হক কিশোর রাসেল হোসাইন প্রমুখ।

এনায়েতপুর থানা যুবদলের সভাপতি-সম্পাদকে শোকজ : উপজেলা পরিষদ নির্বাচনে দলীয়ভাবে মনোনীত সিরাজগঞ্জের চৌহালী উপজেলা চেয়ারম্যান প্রার্থী মেজর (অব.) আবদুল্লাহ আল মামুনের পক্ষ না নিয়ে বিদ্রোহী প্রার্থী সাইদুল ইসলামের পক্ষ নিয়ে জেলা বিএনপির বিরুদ্ধে এনায়েতপুরের কেজির মোড়ে বিক্ষোভ মিছিল করায় এনায়েতপুর থানা যুবদলের সভাপতি ছানোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলামকে শোকজ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে জেলা যুবদলের সাধারণ সম্পাদক মির্জা বাবু এ শোকজ করেন। তিনি জানান, সাত দিনের মধ্যে কারণ দর্শানোর প্রকৃত জবাব না পেলে ওই দুজনকে দল থেকে বহিষ্কার করা হবে। পিরোজপুরে বিএনপি সমর্থিত প্রার্থীর সংবাদ সম্মেলন : নির্বাচনী আচরণবিধি ভঙ্গ, প্রচার-প্রচারণায় বাধা, কর্মীদের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন পিরোজপুর সদর উপজেলার বিএনপি ও ১৮ দলের প্রার্থী এলিজা জামান। বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে এ অভিযোগ আনেন।

তিনি তার লিখিত বক্তব্যে জানান, পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন জায়গায় তার কর্মীদের পুলিশি হয়রানি ও মারধর করা হয়েছে। তিনি আরও অভিযোগ করেন বিরোধী প্রার্থীর কর্মীরা তার নির্বাচনী প্রচারে বাধা দিচ্ছে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, শেখ শহীদুল্লাহ শহীসহ নেতারা। কিশোরগঞ্জে বিএনপির বিদ্রোহী প্রার্থী বহিষ্কার : কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী সালাহ উদ্দিন আহমেদ সেলুকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি। কিশোরগঞ্জ জেলা বিএনপির দফতর সম্পাদক কামরুল হাসান সামু বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামী ১৫ মার্চ অনুষ্ঠেয় কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সালাহ উদ্দিন আহমেদ সেলু হেলিকপ্টার প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। চাঁপাইনবাবগঞ্জে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ : শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ১০ দলের সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জামায়াত নেতা মাওলানা কেরামত আলী আজ বিকালে আওয়ামী লীগ সমর্থিত চেযারম্যান প্রার্থী অ্যাডভোকেট আতাউর রহমানের বিরুদ্ধে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন। অভিযোগকারী ১৯ দলের মনোনীত প্রার্থী মাওলানা কেরামত আলী এ বিষয়ে একটি অভিযোগপত্র উপজেলা রিটার্নিং অফিসার বরাবর জমা দিয়েছেন। সেনবাগে চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা : তৃতীয় দফার উপজেলা পরিষদ নির্বাচনের আচারণবিধি লঙ্ঘনের অপরাধে নোয়াখালীর সেনবাগের চেয়ারম্যান প্রার্থী কাজী মফিজুর রহমানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বিকালে সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলটন রায় এ জরিমানা করেন।

এর আগে বুধবার সন্ধ্যায় চেয়ারম্যান প্রার্থী কাজী মফিজুর রহমানসহ ১ ভাইস-চেয়ারম্যান ও ১ মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থীকে ২০ হাজার টাকা জরিমানা করেছিলেন ভ্রাম্যমাণ আদালত। গফরগাঁওয়ে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী প্রচারণা : গতকাল নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়। আওয়ামী লীগের একক প্রার্থী আশরাফ উদ্দিন বাদল পেয়েছেন আনারস। পরে গতকাল তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন। পৌর শহর, পাইথল, বারবাড়িয়া ও রসুলপুর এলাকায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিন বাদল ব্যাপক প্রচারণা চালান।

[প্রতিনিধিদের পাঠানো খবর]

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।