আমাদের কথা খুঁজে নিন

   

রসায়নে নোবেল পেলেন যৌথভাবে ২ জাপানি ১ মার্কিন

চাই সুন্দর ভাবে বাঁচতে...তাই চাই একটি সুন্দর পৃথিবী......

২০১০ সালে রসায়নে নোবেল জিতেছেন যৌথভাবে রিচার্ড এফ. হেক, এই-ইচি নেগিশি, আকিরা সুজুকি। জৈব সংশ্লেষণে প্যালাডিয়াম নামক ধাতব মৌলের অনুঘটনে ক্রস কাপলিং করার কৌশল আবিষ্কারের জন্য তারা এ পুরস্কার পেলেন। বুধবার স্টোকহোমের দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সাইন্স এ পুরস্কারের কথা ঘোষণা করে। এ কৌশল চিকিৎসায় এবং ইলেক্ট্রনিক্স নির্মাণ কাজে ব্যবহার করা যাবে। ৭৯ বছর বয়সী মার্কিন বিজ্ঞানী হেক বর্তমানে যুক্তরাষ্ট্রের দেলাওয়্যার বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন।

৭৫ বছর বয়সী নেগিশি আছেন যুক্তরাষ্ট্রের পুরদো বিশ্ববিদ্যালয়ে এবং ৮০ বছর বয়সী সুজুকি জাপানের হোক্কাইদো বিশ্ববিদ্যালয়ে রসায়নের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। তারা উভয়ে জাপানী বিজ্ঞানী। উল্লেখ্য, ২০০৯ সালে রসায়নে নোবেল জেতেন যৌথভাবে তিন জন। ভি. রামকৃষ্ণ, থমাস এ স্টিজ এবং অ্যাডা ই. ইওনাথ। রাইবোজোমের গঠন ও কাজ বিশ্লেষণের জন্য তাদের এ সম্মাননা দেয়া হয়।

প্রসঙ্গত, ১৯০১ সাল থেকে এ যাবৎ রসায়নে ১০১টি নোবেল পুরস্কার ১৫৬ জন বিজ্ঞানীকে দেয়া হয়েছে। যার মধ্যে এককভাবে ৬২টি, দ্বৈত ২২টি এবং যৌথভাবে তিন জন ১৭টি পুরস্কার দেয়া হয়। রাসায়নিক গতিবিদ্যার সূত্র এবং তরল মিশ্রণের অভিস্রবণ চাপ আবিষ্কারের জন্য রসায়নে প্রথম নোবেল জেতেন জ্যাকোবাস হেনরিকাস ভ্যান্টহফ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।