নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ বেলা এগারোটায় কুয়েত প্রবাসী সোহরাব উদ্দিন দুলাল মিয়ার পালক ছেলে মাইন উদ্দিন নিলয় (৭) ও শিশু কন্যা ফারহানা ইয়াসমিন শ্রাবনী (৬) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। তারা দুজনই ওই বিদ্যালয়ের ১ম শ্রেণীতে পড়তো।
দুর্ঘটনার পরপরই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। এলাকার শতশত মানুষ ভিড় করতে থাকে।
বেগমগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রব জানান, বিদ্যালয়ের সামনে অবস্থিত ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুটির টানা তার বিদ্যালয় ভবনের সিড়ির সাথে দীর্ঘদিন ধরে বাঁধা ছিলো।
সকাল থেকে বৃষ্টির কারণে খুঁটির টানা তার বিদ্যুতায়িত হয়ে যায়। সে তার ধরতে গিয়ে প্রথমে বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র মাইন উদ্দিন নিলয় বিদ্যুৎতাড়িত হয় পরে তাকে বাঁচাতে গিয়ে একই শ্রেণীর ছাত্রী ফারহানা ইয়াসমিন শ্রাবনী বিদ্যুৎতাড়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফাহিমা বেগম জানান, বেশ কয়েকবার বিদ্যুতের খুঁটি সরিয়ে নিতে বিদ্যুৎ কতৃপক্ষকে লিখিতভাবে জানালেও তারা এ ব্যাপারে কোনো ব্যাবস্থা নেয়নি। ফলে আজকের এ মর্মান্তিক দুর্ঘটনা।
বেগমগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সরকার আবুল কালাম আজাদ জানান, বিদ্যালয়ের ৫ গজের মধ্যে বিদ্যুতের খূঁটির দুটি টানা তার রয়েছে এবং বিদ্যালয়ের মাঠের মধ্যদিয়েই নিকটবর্তী একটি বাড়িতে বিদ্যুতের সংযোগ দেয়া হয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।