আমাদের কথা খুঁজে নিন

   

শিরোনামহীন রবীন্দ্রনাথ-ভালো মন্দ মিলিয়ে

পিনপতন নিস্তধ্বতা

‘শিরোনামহীন রবীন্দ্রনাথ’ নিয়ে অনেক আগে থেকেই আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলাম। আজকে দুপুরে এ্যালবামটা পেলাম এবং সাথে রবীন্দ্রনাথের গান শোনার জন্য উপযুক্ত আবহাওয়া, ‘গগনে গরজে মেঘ’, বৃষ্টি আসি আসি করছে। ‘শিরোনামহীন রবীন্দ্রনাথ’ ছেড়ে দিলাম। শিরোনামহীন এবং রবীন্দ্রনাথ উভয়ই আমার প্রিয়। এই এ্যালবামের একটা বিষয় ভালো লেগেছে যে শিরোনামহীন দুটো বিষয়কেই স্বতন্ত্রতার সাথে ধরে রেখেছে।

শিরোনামহীনের স্বাদ যেমন পেয়েছি তেমনি রবীন্দ্রনাথের স্বাদটাও রয়েছে। তবে সত্যি বলতে রবীন্দ্রনাথের স্বাদে কিছুটা কমতি রয়ে গেছে। শিরোনাহীনের স্বাদটা ষোল আনাই পেয়েছি সংগীতে। তবে গায়কীটা একটু পরিবর্তিত মনে হয়েছে। পুরানো সেই দিনের কথা-ভালো লেগেছে।

এম্নিতেই এটা আমার সবচে প্রিয় রবীন্দ্রসঙ্গীত। এছাড়াও শাওন গগনে ঘোর ঘনঘটা, সকাতরে ঐ কাদিছে সকলে ভালো লেগেছে। গ্রামছাড়া ঐ রাঙামাটির পথ- গানে বাশি এবং সঙ্গীত বেশি ভালো লেগেছে গায়কীর চেয়ে। ফুলে ফুলে-ততোটা ভালো লাগেনি। আর বাদবাকিগুলো ভালো লেগেছে বলা যায়না।

তবে রবীন্দ্রনাথের গান গাওয়ার চেষ্টার জন্য শিরোনামহীন অবশ্যই ধন্যবাদ পেতে পারে। তাদের এই প্রচেষ্টা আমাদের এই প্রজন্মকে রবীন্দ্রনাথ নিয়ে আবার ভাবতে বসাবে। আবারও অনুভূতির সূক্ষাতিসূক্ষ আবেদনগুলো নিয়ে নাড়াচাড়া করতে শেখাবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।