কীট
কালকেও গাবতলী থেকে জ্যাম শুরু হতো, আজকে হয়েছে আমিনবাজার থেকে, যদি তাই হয় তাহলে পরশু শুরু হবে হেমায়েতপুর, তারপর সাভার তারপর...................উহ। ঢাকা শহর বন্ধ। পিচ ঢালা এই পথ টারে ভালোবেসেছি । অর্থাৎ হেটে চলা। আর কতদিন, মাননীয় প্রধানমন্ত্রী দুইদিন খুব উচ্চবাচ্য করলেও এখন আর করেন না।
মাননীয় মেয়র সাহেব তো এসব চিন্তাই করেন না। আমরা কি করবো। কার কাছে যাবো এই যানজট, বিদ্যুৎ ও গ্যাস সমস্যা নিয়ে। সকাল টা শুরু হয় জ্যাম দিয়ে দিনটা শেষ হয় বিদ্যুৎ সমস্যা দিয়ে। কেমনে কি হবে।
সারাদিন কাজ করে যখন বাসায় একটু আরাম করবো বা আনন্দ করবো তখন দেখা যায় মাননীয় বিদ্যুৎ মহাশয় নেই। উহ বিরক্তিকর।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।