পানি ও বিদ্যুতের অপচয় রোধে এগিয়ে আসুন!
আম্রিকা থিকা ব্ল্গাই--- গতকাল বাংলাদেশ সময় রাতে তো ঢুকাই যায় নাই, বরং আগে তাও ৩ ঘন্টা ওয়েট কইরা ওয়েব পেজ আসতো, গতকাল তো ব্রাউজার প্রথমেই বইলা দিছে, এই সাইট নাইক্কা।
আর এখনও ভয়াবহ স্লো হইয়া রইছে, ওয়েবসাইটচেকার দিয়া চেক করলে বলে এই সাইট ডাউন।
আর কুনো বাংলা ব্লগসাইটে সামুর ১০০ ভাগের ১ ভাগ ডাউনটাইমও নাই। সামু নেহায়েতই তার ডেডিকেটেড ব্লগার শ্রেণীর জন্য এই ভয়াবহ অবহেলাটা করতে পারতেছে, আর কোন সাইট হইলে পাবলিক দুই লাথি দিয়া চইলা যাইত।
মেজাজ চরম খারাপ, তাই এইটা শেয়ার করলাম। এখন এইটা মডু বরাবর মেইল করব।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।