আমাদের কথা খুঁজে নিন

   

শহরের যানযট, গাড়ির কালো ধোয়া, শব্দ দুষন, আর মানুষের ভিড়ে যারা অতিস্ট ত্যাক্ত বিরক্ত । তাদের জন্য ফ্রেসমেন্টের + ভ্রমনের নতুন প্লেস তৈরী করতে চাই

সহজ আমরা যারা সহর বাসী ৩-৪ মাস কাজ করলেই আমাদের মন সহরের বাইরে যাবার প্রচন্ড তাগিদ দিতে থাকে । আর সে কারনেই আমরা কক্সবাজার, সিলেট ছুটে যাই । তবে একবারও ভেবে দেখেছেন কি রাজশাহীর গ্রাম গুলোতে গেলে । আপনাদের ছাড়া কোন পর্যটক চোখে পড়বে না । যেটা আর কক্সবাজার, সিলেটে প্রচুর পর্যটকদের ভিড় থাকে ।

রাজশাহীর লোকেরা বড়ই অমায়ীক তাই এখানে ঠগের পাল্লায় আপনার পড়ার সম্ভাবনা নাই। সব কিছুই ফ্রেস টাটকা দামও খুবই কম । আমি শুরু করতে চাই আপনার আসলে বলবেন । প্রথম ২০ পরিবারের জন্যে ফ্রি সার্ভিস গাইড ফ্রি । যেগুলান ফ্রি না (১. খাওয়া দাওয়া, যাতায়াত, তাবু বা ঘর ভাড়া ) ।

নিজ নিজ পরিবারের জণ্যে তাবে সাথে আনরে ভাল হয় । আর কি কি পাবেন : ১. গরু মহিষের গাড়িতে ভ্রমনের সুযোগ । ২. ট্রি হাউজে বসবাসের সুযোগ । ৩. মাছ ধরা । ৪. গ্রমের ঐতিহ্য লাঠি খেলা ।

৫. বেশি পরিবার হলে বিভিন্ন বেতিক্রমী প্রতিযোগাত । বি: দ্র: আপনাদের সুচিন্তিত মতামত দিতে পারেন ।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।