আমাদের কথা খুঁজে নিন

   

ফাইল আপলোড শেয়ারিং আর ব্যাকাপ এর ফাটাফাটি একটা সার্ভিস - ড্রপবক্স!

Let the wind blow out the candles

ফাইল আপ্লোড নিয়ে সবারই কম বেশি ঝামেলা পোহাতে হয়। ব্রাউজারে ঢুকে ফাইল শেয়ারিং সাইটে যাও, ফাইল ব্রাউজ কর, ক্যাপচা ট্যাপচার ঝামেলা মিটিয়ে পরে তবে ফাইল আপ্লোড। অনেক সাইটেই আবার "ফোল্ডার" আপলোড করতে দেয়না, ফোল্ডার আপ্লোড টা আবার কি! মানে একটা ফোল্ডারে যত কিছু আছে সব ধুমায়ে আপ্লোড করা। অনেকে আবার ফাইলের সাইজের ওপর রেস্ট্রিকশন বেধে দেয়, এতো মেগাবাইট লিমিটের ওপ্রে ফাইল আপ্লোড করা যাবে না, ওমুক দিন ফাইলটা কেউ ডাউনলোড না করলে ডিলিট মারা হবে, ইত্যাদি ইত্যাদি। ফাইল আপ্লোড তো গেলো, এবার আসি ব্যাকাপ প্রসঙ্গে - শান্তিমত ফাইল পত্র ব্যাকাপ রাখার কয়টা সার্ভিস এর নাম জানেন? বাজি ধরি একটাও না - আর যদি থেকেও থাকে, তারা কি আপনাকে বিন্দুমাত্র জ্বালাতন না করে আপনার নির্দিষ্ট ফোল্ডার এর সব কন্টেন্ট অটোমেটিকভাবে সিংক্রোনাইজ করে? মানে আপনি যদি কোন ফাইল/ফোল্ডারে বিন্দুমাত্র পরিবর্তন আনেন, তাহলে সেটি স্বয়ংক্রিয়ভাবেই অনলাইনে সবকিছু আপনার হার্ডিস্কের মতই হুবুহু একটা কপি করে রেখে দেবে? সেটা আপনি আবার অন্যদের সাথে শেয়ার ও করতে পারবেন! অন্যরা যদি আপ্নাকে কোন ফোল্ডার এক্সেস করার পার্মিশন দেয়, সেই ফোল্ডার টার হুবুহু একটা কপি আপ্নার কম্পিউটারে তৈরি হয়ে যাবে! ব্রাউজারে গিয়ে ফাইল আপ্লোড এর ঝক্কি আর নাই - পিসিতে বসেই নরমালি কোন ফোল্ডারে ফাইল কপি পেস্ট করবেন, ড্রপবক্সের সার্ভারে অটো সব আপ্লোড হয়ে যাবে।

আবার যাদের আপনি ওই ফোল্ডারটা শেয়ার করার অনুমতি দিয়েছেন, তাদের পিসিতেও অটো নতুন ফাইল পত্র গুলো ডাউনলোড হয়ে যাবে! এতো জট্টিল সব সুবিধা নিয়েই এসেছে ড্রপবক্স । ইতোমধ্যে অনেকেই এটি সম্পর্কে জানেন। যারা জানেন না, তারা আজই ট্রায়াল দিন এপ্লিকেশনটা ইনস্টল করে। আপনার গুরুত্বপূর্ণ ডেটা ব্যাকাপ, ফাইল পত্র অন্যদের সাথে শেয়ারের জন্য এর বিকল্প আমি দেখি নাই। ও আচ্ছা, এটি ফ্রি অবশ্যই! আর উইন্ডোজ-লিনাক্স-ম্যাক সবকিছুতেই চলে।

স্পেস কত? হ্যা, এই ব্যাপারে প্রথম আমরা একটু রেস্ট্রিকশনের গন্ধ পাচ্ছি। সাইনাপ করলে আপনি পাবেন মাত্র ২ জিবি স্পেস। তবে সেটা বাড়িয়ে 16 জিবি পর্যন্ত করে নেয়া যায়, একটু খাটাখাটনি করতে হবে। সেটা হল - অন্যদের ড্রপবক্স সম্পর্কে জানানো। এতো কিছু ফ্রি আর আরামে পাওয়ার পর এই সামান্য কষ্ট করতে নিশ্চয়ই কারো আপত্তি নেই- এক্সট্রা 14 জিবি স্পেস পেতে! যেই কাজটাই আমি করছি এই পোস্টে আমার পোস্টে দেয়া লিংক টা ব্যবহার করে আপনি ড্রপবক্সের জগতে প্রবেশ করলে আমি পাব এক্সট্রা ২৫০ মেগাবাইট স্পেস।

এভাবে যত জন আমার লিংক ব্যবহার করে সাইনাপ করবেন প্রত্যেকের জন্যই আমি সেইম এমাউন্টে "বখছিছ" পাব ড্রপবক্সের কাছে থেকে। আর আপ্নারা কি পাবেন? কচু! নাহ ড্রপবক্স জানে কিছু না দিলে পাব্লিক কিন্তু কিন্তু করে সবসময়, তাই আমার রেফারেল লিংক ব্যবহার করে ড্রপবক্সে সাইনাপ করলে আপনিও পাবেন অতিরিক্ত ২৫০ মেগাবাইট স্পেস! ড্রপবক্স রক্স! একবার সাইনাপ করা হলে আপনিও একটি রেফারেল লিংক পাবেন - যেটি অন্যদের দিয়ে আপনিও ড্রপবক্সের কাছ থেকে এক্সট্রা স্পেস বাগিয়ে নিতে পারবেন। তো আজই শুরু হোক ড্রপবক্সের দুনিয়ায় পদার্পন! রেফারেল লিংক

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.