"সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।
আমরা যারা মেরিনার আছি তাদের নিয়ে আমাদের দেশে অনেক রুপকথা চালু আসে.. মাঝে মাঝে আমাকেও বেশ বিব্রতকর অবস্থায় পড়তে হয়.. আমি আমর সমুদ্র জীবনে যেসব প্রশ্নের সম্মুখীন হয়েছি তার অভিযোগ আমি খন্ডন করছি (আমার অভিজ্ঞতার আলোকে) -
অভিযোগ ১- " মেরিনার দের চরিত্র ঠিক নাই.. তারা দেশে দেশে গিয়ে সেক্স করে""
খন্ডন- এই অভিযোগ টা আমার অনেক কাছের মানুষ কেও করতে দেখেছি..। এটা ঠিক মেরিনাররা অনেক দেশে যান, অনেক বন্দরে তাদের যেতে হয়..। আমি ও আমার চাকরির ৩ বছর বয়সে ৯টা দেশে গিয়েছি...। যেহেতু অনেক ফ্রী সেক্স আর দেশে আমাদের যেতে হয় এই অভিযোগটা উঠায় সাভাবিক...।
আধুনিকায়নের ফলে বর্তমানে বিশ্বের সব জাহাজের port stay (বন্দরে অবস্থান কাল) কমে গেসে...। আমাদের ctg পোর্ট এ একটি জাহাজের গর অবস্থান কাল (২০০৬-২০১০) ৪৮ ঘন্টা.. সিংগাপুর / মালেশিয়া আর মত পোর্ট আর এই সময় আরো কম (মাত্র ৪-২৪ ঘন্টা)/.। এই অল্প সময়ে জাহাজের কাজ সেরে বাইরে গিয়ে পতিতালয় খোজে এরকম বাংলাদেশী নাবিক আমার চোখে অন্তত পরে নাই..। বলতে পারেন তাহলে আমাদের প্রয়োজনীয় জিনিস গুলো আমরা কোথা থেকে পাই? সব জাহাজ কোম্পানির এজেন্ট থাকে ওরা আমাদের বেক্তিগত জিনিস শিপ এ এনে দিয়ে যায় (যেমন - ব্রাস, পেস্ট, মোবাইল সিম), তাছাড়া অনেক দেশ ভিসা সিস্টেম করাতে আমরা চাইলেও পোর্ট আর বাইরে যেতে পারি না (সিংগাপুর, অস্ট্রলিয়া, আমেরিকা)..। খানে বলা ভালো যে মংলা পোর্ট এর বানিয়া শান্তা পতিতালয় টি গড়ে উঠেসে বিদেশী নাবিকদের জন্য..
অভিযোগ-২- মেরিনার রা মদ খোর
খন্ডন - ইসলামে মদ খাওয়া সম্পূর্ণ রূপে হারাম.।
একটা কথা বলে রাখা ভালো যে ধর্ম বিসসাস আগে যেমন ই থাক না কেন, কোনো নাবিক জাহাজে উঠার পর-ই সে পুরা আস্তিক তথা ধর্ম পালন কর.। . অনেক নাবিক-ই তাবলিগ এর সাথে সংপৃক্ত..। সাগরের বিশালতার মাঝে এসে জানি না কেন যেন বার বার মনে হয় এ পৃথিবীর আসলেই এখন নিয়ন্ত্রক আছেন...। মুসলমান নাবিকদের তাই মদ খাওয়ার প্রশ্ন ই উঠে না...। এলকোহল গ্রহনের ফলে অনেক দুর্ঘটনা হওয়ার কারণে বর্তমানে মদ (এলকোহল জাতীয় পানীয়) বানিজ্যিক জাহাজে সম্পূর্ণ নিষিদ্ধ.. .।
ধরা পড়লে সে দেশের পোর্ট অথরিটি আপনাকে পুলিশে দিয়ে দিবে তাই এ বেপারে বর্তমানে সব দেশের নাবিকরায় সচেতন..। প্রতি বন্দরে জাহাজ যাওয়া মাত্রে কাস্টম পুলিস এসে (কুত্তা সহ) জাহাজের প্রতিটি কোনা চেক করে...।
হাচা কতা কুব তিতা - আমদের দেশে নাবিক তথা যারা জাহাজে চাকুরী করেন তাদের হাতে গোনা যায় (অফিসার/ইঞ্জিনিয়ার- ৬০০০ তার মাঝে ২৫০০ অধিক বর্তমানে অবসর নিয়েছেন বা দেশে কোনো কোম্পানিতে চাকুরী করছেন) এর আছে ১০০০০ সাধারণ ক্রু (এদের মাঝেই খারাপ কাজ করার প্রবণতা বেশি/ মেরিন সেক্টরটা এদের কারণে কুলুষিত)
যাউগ্গা.. বহুত পেচাল পারছি.. এইবার আসল কোথায় আসি.. ভাইরে আমাদের যে মানুষ এত দোষ দেন একবার আমাদের দেশের আম জনতার কথা চিন্তা করেন... বানিয়া সান্তায় নাবিকের চেয়ে বেশি লোকাল মানুষ অথবা সুন্দরবন পর্যটক যায় (এই তথ্য টা পেপার এ পাইছি), আরো আছে আপনার টান বাজার (সুনসি এটা নাকি উইঠা গেছে) , মানিকগঞ্জে ও নাকি একটা আসে তাছাড়া ঢাকা সহ আরো ধরেন যে জেলা শহর গুলাতে নাম হীন যে হোটেল এর ফ্লাট বাসা আসে এগুলাতে করা যায়?? ভাই একটা কথা বলি -- সব পক্ষী ই মাছ খায় দোষ পরে মাছরাঙ্গার...
আজ আপাতত এই... বাকি অভিযোগ গুলা ও সামনের দিকে বলব.. আশা করি পৈরা বহুত আরাম পাবে...
ভালো থাকেন ... বিদায়..
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।