অল থিংগস আর ভেরিএবল অর এপারেন্টলি ভেরিএবল ,দেয়ার আর নো কন্সট্যন্ট থিংগস,
আমি এখন অবুঝ ছেলে
এক বিকেলের ঘুড়ি
তুমি এখন নীল ভ্রমরা
করছো ওড়াওড়ি।
আমি এখন সন্ধ্যাতারা
ঝনাৎ ঝরে পড়া
তুমি এখন পূর্ণিমা রাত
আকাশ ফেটে ঝরা।
আমি এখন মৌন বিকেল
হার জিতের খেলা
তুমি এখন প্রজাপতি দিন
দুঃখ সুখের মেলা।
আমি এখন মেঘলা আকাশ
গুত্তা খাওয়া ঘুড়ি
তুমি এখন চঞ্চল হরিণ
যাচ্ছে ঘুরাঘুরি।
আমি এখন আধাঁর চিরে
সদ্য জাগা ভোর
তুমি এখন জেগে উঠা
সতেজ আলোর।
আমি এখন ভাবছি বসে
নানা রঙের দিন
তুমি কি পারবে শোধ করে দিতে
ভালবাসার ঋণ "
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।