I want to be a dedicated social worker.
ই-কমার্সকেন্দ্রিক পথ খোলা রেখেই এমএলএম ব্যবসার খসড়া নীতিমালা তৈরি করা হয়েছে। তাতে আরও অনেক পুরনো নীতিকে অনুসরণ পূর্বক নতুন নতুন নীতিমালা তৈরি করা হয়েছে। //www.jugantor.info/enews/issue/2010/09/30/news0940.php
এখন দেখার বিষয় কবে নাগাত আমাদের দেশের জনসাধারণের বিনিয়োগের নিরাপত্তা সরকার নিশ্চিত করতে পারবে। যদিও এ আইনে ই-কমার্সকেন্দ্রিক কোন সঠিক নীতিমালা তৈরি করা হয় নাই। এখানে যদি ই-কমার্সকেন্দ্রিক ব্যবসার মূল ধারাকে বদলে দেয়াও ঠিক হবে না।
কারণ এতে করে যারা বিনিয়োগ তাদের সঠিক খবর পেতে অনেক ভুগান্তি সৃষ্টি হবে। দুনিয়া এখন ই-কমার্সকেন্দ্রিক। সুতরাং প্রতারণা কিভাবে ঠেকানো যায় সেই চেষ্টাই আমাদের হর্তা-কর্তাদের বের করতে হবে। এটাই জনগণের এখন একমাত্র দাবি। আমি নিজেও ই-কমার্সকেন্দ্রিক ব্যবসায় বিশ্বাসি।
তবে সরকারকে সঠিক নীতিমালা গ্রহণের মাধ্যমে সকল দায়-দায়িত্ব্য বা পরিচালনার ভার নিতে হবে। এতে করে দেশের মানুষের যেমন উপকৃত হবে তেমনি দেশের অর্থনৈতিক দিক থেকেও উন্নতির পথে এগিয়ে যাবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।