সংবর্ধনায় যোগ দেননি
শহীদুল্লাহ হল থেকে ৪৪ ছাত্রকে বের করে দিল ছাত্রলীগ!
প্রধানমন্ত্রীর দেশে ফেরা উপলক্ষে কর্মসূচিতে অংশ না নেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের ৪৪ জন ছাত্রকে গতকাল বুধবার রাতে হল ত্যাগে বাধ্য করার অভিযোগ উঠেছে। হল ছাত্রলীগের সভাপতি গতকাল বুধবার রাতে তাঁদের অতিথি কক্ষে (গেস্ট রুমে) ডেকে নিয়ে ১০ মিনিটের মধ্যে হল থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন বলে ছাত্ররা অভিযোগ করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর ও হলের প্রভোস্ট গতকাল রাত একটায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ছাত্রদের হলে ফিরিয়ে নিতে কোনো উদ্যোগ নেননি বলে জানা গেছে।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা উপলক্ষে তাঁকে সংবর্ধনার কর্মসূচি নেয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো। হল ত্যাগে বাধ্য হওয়া প্রথম বর্ষের ওই ছাত্ররা জানান, তাঁদের বিরুদ্ধে অভিযোগ হলো, তাঁরা ওই কর্মসূচিতে যাননি।
তাই রাত ১০টায় তাঁদের হলের অতিথি কক্ষে ডেকে নিয়ে কর্মসূচিতে না যাওয়ার কারণ জানতে চান হল ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আজম মুন্না। তখন তাঁরা দীর্ঘ নয় মাস ধরে হলের ১১০২ ও ১১০৮ নম্বর কক্ষে গাদাগাদি করে থাকার কষ্টের কথা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন। কিন্তু তিনি তাঁদের কষ্ট ও ক্ষোভের কারণ আমলে না নিয়ে ১০ মিনিটের মধ্যে তাঁদের হল ত্যাগের নির্দেশ দেন। তখন ছাত্ররা বাধ্য হয়ে হল থেকে বেরিয়ে গিয়ে কার্জন হলের সামনের চত্বরে অবস্থান নেন। এই ছাত্রদের মধ্যে মাইক্রোবায়োলজি ও বোটানি বিভাগের কয়েকজনের আজ পরীক্ষা আছে।
এ ব্যাপারে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘যেহেতু এটি একটি হলের ঘটনা, তাই এর সমাধান প্রভোস্টকেই করতে হবে। ’ প্রভোস্টের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।
ঘটনা সম্পর্কে জানতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শেখ সোহেল রানা টিপুর সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি। সাধারণ সম্পাদক সাজ্জাদ শাকিব বলেন, ‘কর্মসূচিতে না গেলে তাঁদের হল থেকে বের করে দেবে না তো কী করবে?’
সূত্র : Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।