আমাদের কথা খুঁজে নিন

   

আমরা কি সত্যিই অকার্যকর দেশের নাগরীক হয়ে যাচ্ছি?

স্বাগতম

গতকাল বাংলাদেশের প্রায় প্রতিটি টিভি চ্যানেলে দেখলাম আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়ার্কে এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে ভাষন দিচ্ছেন।এটা আমাদের জন্য সন্মান জনক ঘটনা হবে যদি আমি প্রবাসী হয়ে আমার দেশের প্রধানমন্ত্রীকে কোন অনুষ্ঠানে সংবর্ধনা দিই। প্রধানমন্ত্রী আমাদের দেশের ৌরব এবং সরকার প্রধান। তিনি আমেরিকাতে আওয়ামীলিগ,বিএনপি,জামাত এবং জাতীয়পার্টিসহ সব রাজনৈতিক দলের বাংলাদেশীদের নেতা।কিন্তু দুঃক্ষের বিষয় একমাত্র আওয়ামীলিগই এই সফর কালে তাকে সংবর্ধনা দিলেন,অন্যান্য দলের অনুসারীগণ সেই অনুষ্ঠানের ধারে কাছে ঘেষতে পারলেননা। কারন সেই অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন আমেরিকার স্থানীয় আওয়ামীলিগ নেতারা। তাহলে যারা আওয়ামীলিগ বা বিএনপি করবেননা তারাতো কোন আমলেই এই সব অনুষ্ঠানে অংশ নিতে পারবেননা! আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্টেজে লাগানো পোস্টারে আয়োজকঃ আওয়ামীলিগ লেখা দেখেও সেখানে বসে ছিলেন কোন বিবেকে? আর কিভাবেই বা বিএনপি জামাতের গুস্টি উদ্ধার করে ভাষন দিলেন?? যদি তাই হয় তবে আমরা কেন পাটমন্ত্রী লতিফ সিদ্দিকীকে দোষ দেই যখন তিনি বলেন ছাত্রলিগের ভাইয়েরা ভাইয়েরা মারামারি কেন করো,ওদের ২/৪টা মারতে পারোনা? অথবা উপদেস্টা সৈয়দ মোদাচ্ছের আলীকেইবা তিরস্কার করবো কেন, তিনি যখন শুধুমাত্র আওয়ামীলিগের লোকজনকে চাকুরী দিতে আহবান করেন! এই কি ডিজিটাল বাংলাদেশের নমুনা? নাকি আমার এই প্রিয় দেশটাকে মানুষিক রোগীদের দ্বারা পরিচালিত করে এক অকার্যকর দেশে পরিনত করা হচ্ছে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।