আমাদের কথা খুঁজে নিন

   

শাবিতে নতুন গ্রেডিং-এর প্রস্তাব : প্রশাসন ছাত্রদের তোপের মুখে

বেঁচে থাক হৃদয়, বেঁচে থাক হৃদ্যতা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং-এর সিদ্ধান্ত অনুযায়ী নতুন গ্রেডিং প্রস্তাবনা আনা হয়। এ প্রস্তাব অনুসারে জিপিএ ৩.৫ হল প্রথম শ্রেণীর সমমানের, জিপিএ ৩.২৫ হল দ্বিতীয় শ্রেণীর সমমানের আর ৩.০০ হল তৃতীয় শ্রেণীর সমমানের। এ প্রস্তাব পাস হবার আগেই ছাত্রদের তোপের মুখে পড়তে হয়েছে প্রশাসনকে। আজ বুধবার দুপুর ১২টায় মানব বন্ধন, মিছিল, সমাবেশ ও ভিসি বরাবর স্মারক লিপি প্রদানের মাধ্যমে আন্দোলনের প্রথম ধাপ শুরু হয়। জিপিএ ৩.০ পেতে হলে একজন ছাত্রকে পেতে হয় ১০০তে ৬০ নম্বর।

অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যা প্রথম শ্রেণীর মর্যাদা তাকে শাবির সিন্ডিকেট বডি তৃতীয় শ্রেণীর অমর্যাদায় অবনতি দিতে চাচ্ছেন। ভিতরের কথা হল, জাফর ইকবাল স্যারের মাথায় ভূত চেপেছে। তাই বউকে দিয়ে নানা নতুন প্যাচাল শুরু করে দিয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে জাফর স্যার ও তার স্ত্রী যেন বিশ্ববিদ্যালয়ের অঘোষিত পিতা-মাতায় পরিণত হয়েছে। তার স্ত্রী প্রথমে ছাত্রী হলের প্রভোস্ট, প্রো-ভিসি; পরে আবার ডিন হয়েছেন।

এবারতো তিনি হয়ে গেলেন ভর্তি পরীক্ষার প্রধানও। মূল আওয়ামী নেতৃস্থানীয় শিক্ষকরা যে সুবিধা ভোগ করতে পারছেন না, তারা তা ভোগ করে যাচ্ছেন স্বাচ্ছন্দে। এমন কি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারেও জাফর স্যারের বিভাগের প্রাধান্য। যা হোক, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাড়িয়েছে বিশ্ববিদ্যালয়ের আপামর ছাত্ররা, আর এর সাথে ছাত্রলীগ, শিবির, জাতীয় ছাত্রদল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টতো আছেই।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.