ক্লিন'স অল্টারনেটিভ ওয়ার্ল্ড
আমার খুব বেশী প্রার্থনা নেই
এক ঝলক মিষ্টি হাসি কিংবা দু ফোটা অশ্রু তো নয়-ই।
কিংবা হঠাৎ অলক্ষ্যে আলতো হাতের
দৃষ্টিবদ্ধ আঙুলগুলোও নয়।
নয় হালকা ঘুম-ঘোরে
নরম বাহুর বেড় বন্ধন।
এসব কিছুর প্রার্থনা নেই।
নেই বৃষ্টিতে হঠাৎ এক ঝটকায় হাত টেনে
ছুট দেয়া দুর্বাঢাকা মাঠের এ প্রান্তে থেকে ও প্রান্তে
কিংবা বাতাসে এলোচুল ঝাপটায়
হঠাৎ কপাল ছুয়ে যাওয়া নয়।
নয় প্রার্থনা কোন অলস সন্ধ্যায়
হাতে রেখে হাত আনমনা মুহুর্তের
কিংবা গভীর অন্ধকারে অভিসার উৎপ্রেক্ষার।
আদিম আনন্দে ডুব দিয়ে অনন্ত আত্মার সন্ধান।
প্রার্থনা নয় এসব কিছুই
কেবল প্রার্থনা অনন্ত সুখস্বপ্ন তোমার।
কিংবা অনন্ত সুখের জীবন তোমার।
ক্লিন
সন্ধ্যা ৬.৪৯
২৯.০৯.১০
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।