আমাদের কথা খুঁজে নিন

   

ম্যারাথনে উগান্ডার 'বিস্ময় মানব'

শারীরিক অসুস্থতার কারণে অনেক কিছুই ত্যাগ করতে হয়েছে স্টিফেন কিপরোটিচকে। পড়াশোনা ছেড়েছেন অনেক আগেই। বেঁচে থাকার তাগিদে চাকরি নিয়েছিলেন জেলের ওয়ার্ডেনের। উগান্ডার এই বিস্ময় মানব উগান্ডা-কেনিয়া সীমান্ত শহর কাপচুরওয়া জেলায় বেড়ে উঠেছেন। ম্যারাথনে কেনিয়ানদের শ্রেষ্ঠত্বের ছোঁয়া পেয়েছেন তিনিও।

লন্ডন অলিম্পিকে ইথিওপিয়া এবং কেনিয়ার শক্তিশালী ম্যারাথন দলকে পরাজিত করে স্বর্ণ জয় করেই বিস্ময়ের সৃষ্টি করেছিলেন। এই বিস্ময়টা ধরে রাখলেন মস্কোর বিশ্ব চ্যাম্পিয়নশিপেও। গত শনিবার পুরুষদের ম্যারাথনে ২ ঘণ্টা ৯ মিনিট ৫১ সেকেন্ড টাইমিং করে স্বর্ণ জয় করেছেন তিনি। ম্যারাথনে সিলভার ও ব্রোঞ্জ জয় করেছেন ইথিওপিয়ার লেলিসা দেসিসা ও তাদেসি তোলা।

ম্যারাথন জয়ের পর স্টিফেন বলছেন, 'প্রতিযোগিতামূলক এই ম্যারাথন জিততে পেরে আমি দারুণ খুশি।

৪০ কিলোমিটার দৌড়ানোর পর আমার কাছে মনে হয়েছিল, আমি জিততে পারব। তবে অন্য প্রতিযোগীরাও ছিল শক্তিশালী। এক্ষেত্রে আমার নিজস্ব কিছু কৌশল অবলম্বন করেছি আমি। ' ২৪ বছর বয়সী এই উগান্ডান তরুণ দেশকে বিশ্ব চ্যাম্পিয়নশিপে চতুর্থ স্বর্ণ এনে দিলেন। এর আগে সর্বশেষ ২০০৫ সালে হেলসিঙ্কি চ্যাম্পিয়নশিপে উগান্ডার ডক্রোজ স্বর্ণ জয় করেছিলেন।

তবে ম্যারাথনে উগান্ডার এটিই প্রথম স্বর্ণ বিশ্ব চ্যাম্পিয়নশিপে।

এদিকে গত শনিবার মেয়েদের চার গুনিতক ১০০ মিটার রিলেতে স্বর্ণ জয় করেছে রাশিয়ান দল। এই ইভেন্টে যুক্তরাষ্ট্র দল সিলভার এবং ব্রিটিশ দল ব্রোঞ্জ জয় করে। মেয়েদের ৫ হাজার মিটারে স্বর্ণ জয় করেছেন ইথিওপিয়ার মিজারেট ডেফার। এই ইভেন্টে কেনিয়ার মারসি সিলভার এবং ইথিওপিয়ার আলমাজ আয়ানা ব্রোঞ্জ জয় করেন।

মেয়েদের ১০০ মিটার হার্ডলসে স্বর্ণ জয় করেছেন যুক্তরাষ্ট্রের ব্রিয়ান্না। এই ইভেন্টে অস্ট্রেলিয়ার শেলি পিয়ারসন সিলভার এবং ব্রিটেনের টিফানি ব্রোঞ্জ জয় করেন। এছাড়া মেয়েদের হাই জাম্পে স্বর্ণ জিতেছেন রাশিয়ার সভেতলানা। পুরুষদের জ্যাভেলিন থ্রোতে স্বর্ণ জিতেছেন চেক প্রজাতন্ত্রের ভিটেস্লাভ ভেসেলি।

 

 



সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।