আমাদের কথা খুঁজে নিন

   

ম্যারাথনে কিপসাংয়ের বিশ্ব রেকর্ড

বিশ্ব রেকর্ড গড়ার পথে ৩১ বছর বয়সী কিপসাংয়ের টাইমিং ছিল দুই ঘণ্টা তিন মিনিট ২৩ সেকেন্ড। দুই বছর আগে এই বার্লিনেই দুই ঘণ্টা তিন মিনিট ৩৮ সেকেন্ড সময় নিয়ে আগের রেকর্ড গড়েছিলেন আরেক কেনিয়ান প্যাট্রিক মাকাউ। হাঁটুর চোটের কারণে মাকাউ এবারের প্রতিযোগিতায় অংশ নিতে পারেননি। রোববার কিপসাংয়ের পেছনে থেকে দ্বিতীয় এবং তৃতীয় হওয়া দৌড়বিদও দুই কেনিয়ান, এলুইদ কিপচোগে ও জিওফ্রে কিপসাং। রেকর্ড গড়ার পর এক সাক্ষাৎকারে কিপসাং বলেন, “বিশ্ব রেকর্ড ভেঙ্গে এই দৌড় জিততে পেরে আমি খুব খুশি।” লন্ডন অলিম্পিকে রুপা এবং ৭টি প্রতিযোগিতায় শিরোপা জয়ী আরো বলেন, “১০ বছর আগে এখানেই বিশ্ব রেকর্ড গড়া পল তেরগাতের কাছ থেকে আমি অনুপ্রেরণা পেয়েছি। সেই একই জায়গায় রেকর্ড ভাঙ্গতে পেরে আমি উচ্ছ্বসিত।” ২০০৩ সালে বার্লিন ম্যারাথনে দুই ঘণ্টা চার মিনিট ৫৫ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়েছিলেন কিপসাংয়ের স্বদেশের তেরগাত। ম্যারাথনে সেটাই আন্তর্জাতিক অ্যাথলেটিক্স সংস্থা (আইএএএফ) অনুমোদিত প্রথম বিশ্ব রেকর্ড।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।