অনু পরিমাণ খবরকে নিয়ে আসব সবার গোচরে
ঢাকা, ফেব্রুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অ্যাথলেটিক্সের শেষ ইভেন্ট ম্যারাথন কলঙ্কের ছাপ মেখে দিয়েছে একাদশ এসএ গেমসের গায়ে। কোনো অ্যাথলিট নন, কলঙ্কের এই ছাপ মেখে দিয়েছেন খোদ অ্যাথলেটিক্সের কর্মকর্তারাই। ম্যারাথনে ৪২ কিলোমিটার দৌড়ানোর কথা। কিন্তু কর্মকর্তারা দৌঁড়ানোর সুযোগ করে দেন ৩৫ কিলোমিটারেরও কম দূরত্ব।
বিষয়টি এড়িয়ে যাওয়ার সুযোগ পায়নি অ্যাথলেটিক্সের আয়োজক কমিটি।
কারণ ১ ঘন্টা ৫৪ মিনিটে দৌঁড় শেষ করেন নেপালের রাজেন্দ্র বাহাদুর ভান্ডারি, যা বিশ্বরেকর্ডের চেয়েও ১২ মিনিট কম। ম্যারাথনে বিশ্বরেকর্ড ২ ঘন্টা ০৬ মিনিট। এশিয়ার রেকর্ড ২ ঘন্টা ১৬ মিনিট। নেপালের প্রতিদ্বন্দ্বীর সময় দেখার পরই প্রতিবাদ জানায় দ্বিতীয় স্থান পাওয়া শ্রীলঙ্কা।
তাদের প্রতিবাদের মুখে সময় গোপন করে অ্যাথলেটিক্স ফেডারেশন।
পরে বিকেলে বৈঠক করে সিদ্ধান্ত নেয়া হয় সময় প্রকাশ করা হবে না। অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তদন্ত কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখা হবে। এরপর প্রতিবেদন পাঠানো হবে এশিয়ান অ্যাথলেটিক্স ফেডারেশন কিংবা আন্তর্জাতিক অ্যাথলেটিক্স ফেডারেশনে। "
ভোর সাড়ে পাঁচটায় বন্ধবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে শুরু হয় ম্যারাথন দৌঁড়। শাহবাগ ও আব্দুল্ল�াহপুর হয়ে শেষ হয় সেনাকুঞ্জে।
সাধারণত ম্যারাথন দৌঁড় যেখান থেকে শুরু হয়, সেখানেই শেষ হয়ে থাকে।
এর আগে ইম্পেরিয়াল হোটেলের লিফট ছিড়ে নিচে পড়ে আহত হয়েছিলেন নেপালের খেলোয়াড়রা। এরপর সাইক্লিংয়ে কেলেঙ্কারি। খুলনায় মটর সাইকেল ব্যবহার করে এক প্রতিযোগীকে ঠেলে দেয়া হয়েছিল।
এই ঘটনা খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি গঠন করা হলেও এখনো প্রতিবেদন প্রকাশ হয়নি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।