তোমাকে আর পাওয়া হলোনা।
ভাবতে ভালোই লাগে যে তোমাকে শেষ পর্যন্ত ভুলতে পেরেছি। তোমার নাম শুনে এখন আর আমার একটা-দু'টো হৃদস্পন্দন হঠাৎ হারিয়ে যায়না। অথবা তোমাকে নিয়ে দেখা স্বপ্নগুলো এখন আর আমার মনে উঁকি দেয় না যখন তখন। যখন তখন তুমি আর আমার মন খারাপ করে দিতে পারনা ।
আমার ক্ষণগুলো এখন শুধুই আমার , তাতে তোমার কোন আবেদন নেই আর।
প্রায় সাত বছর তুমি আমার জন্য বিশেষ কেউ ছিলে। আমি স্বীকার করতে কুণ্ঠিত নই যে আমার কৈশোরের সবগুলো স্বপ্ন ঘিরে ছিলে তুমি। তোমাকে নিয়েই আমার কল্পনার ডালা সাজাতাম। আমার বর্তমান অবস্থানের পেছনেও তোমার অবদান অনেকটুকু।
তোমাকে ভালোবাসতাম বলেই আমার জীবন পথে অনেকদূর এগিয়ে আসতে পেরেছি। কৈশোরে তোমাকে ভালোবেসে নিজেকে ধরে রেখেছি। সকল ধরণের অস্বাভাবিকতা থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছি। তুমি এসব জাননা। একসময় খুব ইচ্ছা হতো আমার সবকিছু তোমাকে জানাই।
এখন আর এরকম ইচ্ছা হয়না। হয়ত সবকিছু সময়ের প্রয়জনেই ঘটে। তবে আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ সময়ে তোমাকে প্রেরণা হিসেবে ভেবেছি। একটা ধন্যবাদ তুমি পেতেই পার।
আমার জীবনে এখন পর্যন্ত আমি যা কিছু করেছি তার মধ্যে দুই-একটা বিষয় ছাড়া অন্য কোন ঘটনার জন্য আমি বিব্রত বা হতাশ নই।
তোমাকে নিয়ে কবিতা লিখেছি,শ্রীকান্তের গানের সাথে তোমার মিল খুঁজেছি,তোমাকে দেখার জন্য রাস্তায় দাঁড়িয়ে থেকেছি,বৃষ্টির মাঝে তোমার বাসার সামনে হেঁটেছি। কলেজে এমন কোন পরীক্ষা যায়নি যেদিন পরীক্ষায় লেখা বাদ দিয়ে তোমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকিনি। তোমার কপালে ঝুলে পরা চুল অথবা তোমার ভুরুর কথা ভেবেছি পরীক্ষার হল এ বসে। এসব হয়ত সবাই করে, তবুও আমি আমার মত করে তোমাকে উপলব্ধি করতে চেয়েছি। সবসময় কল্পনা আর বাস্তবের সমতা রেখে চলেছি।
আমার এখন বিশ্বাস করতে ভাল লাগে যে উচ্চমাধ্যমিকের সময় প্রতিদিন তোমাকে দেখে পরীক্ষার হল এ ঢুকতাম বলেই ভালো ফল হয়েছে। সকল প্রশংসা সর্বশক্তিমানের জন্য। তিনি হয়ত তোমাতে আমার জন্য ভালো কোন কিছু রেখেছিলেন।
আমার এখনো মনে পড়ে ,বিরিশিরি গিয়ে বিজয়পুর পাহাড়ের উপর তোমার-আমার নাম লিখে এসেছিলাম ঠিক পাহাড়ের যেখানটাতে যেতে বেশ খানিকটা কষ্টই করতে হয়। আমি এখনো স্পষ্ট উপলব্ধি করতে পারি প্রখর রোদে সাইকেল চালিয়ে যাচ্ছি শুধু তোমাকে একপলক দেখার জন্য।
সেই সব ঘোর লাগা সময় আমাকে এখন আর আবেগতাড়িত করে না। এবং আমি আমার কৈশোরের আবেগের জন্য লজ্জিতও নই। তোমার উপরও আমার কোন ক্ষোভ নেই।
তোমাকে আমি ভালোবাসি এটা আমি যেমন কখনো অস্বীকার করিনি(হয়তো এজন্যই তোমাকে পাইনি) তখন, এখনও আমি নির্দ্বিধায় বলি তোমাকে ভালোবাসতাম।
তোমাকে আজ তবে কেন লিখছি তার একটা বড় কারণ আমার ডায়রি লেখার অভ্যাসটা হারিয়ে যাচ্ছে।
আমি এটা ধরে রাখতে চাই। আমার এ পর্যন্ত যা লেখা তার অধিকাংশই তোমার জন্য। তাই অনেকদিন পর যখন লিখছি তখন তোমাকেই লিখছি। শেষ পর্যন্ত তুমিই আমার কৈশোরের প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র প্রেম। যদিও তুমি কখনো স্বীকার করনি।
তোমার আমার সম্পর্ক কখনই স্বাভাবিক ছিল না। আমি এ নিয়ে আর ভাবি না। সত্যি বলতে বর্তমানের তুমি আর দশজনের মতই। বিশেষ কেউ আর নও। এবার দেখা হলে তোমার সাথে স্বাভাবিক কথা বলতে পারবো।
বৃষ্টিস্নাত শরৎরাতে সমাগত শারদীয়ার শুভেচ্ছায় ভালো থেকো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।