সুন্দর আগামীর প্রত্যাশায়......
হাসিনার সব অর্জন ম্লান হতে পারে - সৈয়দ আশরাফুল ইসলাম।
[sb]পাবনায় এক হাতে তালি বাজেনি: প্রধানমন্ত্রী
পাবনার জেলা প্রশাসক ড. এএফএম মনজুর কাদির, পুলিশ সুপার জামিল আহমেদ ও অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন মিয়াজীকে প্রত্যাহার করা হয়েছে। ড. এএফএম মনজুর কাদিরকে সংস্থাপন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। অপরদিকে জামিল আহমেদ ও মোশাররফ হোসেন মিয়াজীকে পুলিশ সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার সংস্থাপন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়।
জামিল আহমেদ ও মোশাররফ হোসেন মিয়াজীকে পুলিশ সদরদপ্তরে সংযুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন আইজিপি হাসান মাহমুদ খন্দকার। আমাদের পাবনা প্রতিনিধি জানান, ডিসি, এসপি ও এডিশনাল এসপি প্রত্যাহারের খবরে এলাকায় আনন্দ-উল্লাস করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। শহরের দলীয় কার্যালয়, এমপির এলাকা কৃষ্ণপুরে মিষ্টি বিতরণ করা হয়েছে। এ ঘটনায় পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্সের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, দুর্নীতিবাজরা বেশিক্ষণ টিকে থাকতে পারে না। এটি পাবনার গণমানুষের বিজয়।
এখন থেকে পাবনার উন্নয়নে আর কোন বাধা থাকলো না। প্রসঙ্গত, গত ১৭ সেপ্টেম্বর পাবনায় তৃতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগ পরীক্ষায় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা পরীক্ষা কেন্দ্রে হামলা চালিয়ে তা ভণ্ডুল করে দেয়। তারা পরীক্ষা কেন্দ্রে ভাঙচুর চালায়। কর্মকর্তাদের শারীরিকভাবে লাঞ্ছিত ও গাড়ি ভাঙচুর করে। প্রশ্নপত্র আগুনে পুড়িয়ে দেয়।
এ ঘটনায় ছাত্রলীগ-যুবলীগের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়। পেশাজীবীদের সাথে মতবিনিময় সভাও করে কর্মকর্তারা। গতকাল সোমবার প্রধানমন্ত্রীর সংস্থাপন উপদেষ্টা এইচটি ইমাম ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু পাবনা গিয়ে কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতাদের সাথে পৃথক বৈঠক করেন। এর একদিন পরই জেলা প্রশাসক, পুলিশ সুপার ও এডিশনাল পুলিশ সুপারকে প্রত্যাহার করা হলো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।