আমাদের কথা খুঁজে নিন

   

হাকল বেরি ফিনের রোমাঞ্চকর অভিযান



আর্নেষ্ট হেমিংওয়ে লিখেছিলেন,"হাকল বেরি ফিনের এ্যাডভেঞ্চার বইটির থেকেই আধুনিক আমেরিকান উপন্যাস শুরু হয়েছে। এর আগে এর মত ভাল কোনো বই ছিল না....এখনও এর মত কিছু নেই। " মার্ক টোয়েন,যার আসল নাম স্যামুয়েল লংহর্ন ক্লেমেন্স ,১৮৮৫ সালে বইটি প্রকাশ করেন। হাক ফিন,বইটির বর্ণনাকারী যার মুখে আমরা দেখি,সে হল ১৩-১৪ বছরের এক অনাথ কিশোর। সে মিস ওয়াটসন ও বিধবা ডগলাস এর অধীনে বেড়ে উঠেছিল,যারা সমাজের রীতিনীতি অন্ধভাবে অনুসরন করত ও তাকে মানাতে চেস্টা করত।

বিরক্ত হয়ে সে জিম নামক একজন দাসকে সাথে নিয়ে মিসিসিপি নদীর তীর বরাবর নানারকম অভিযান চালাতে লাগল। তার এই রোমাঞ্চকর অভিযানের কথা আমরা অনেকেই কিছু কিছু জানি। যারা বইটি পড়েছেন,তারা জানবেন যে এটি চিরায়ত বিম্ব সাহিত্যের একটি অংশ। এমন একটি বই সব সময় কাছে রাখাই উচিত। বইটি নিচের সাইটে বাংলায় ডাউনলোড করতে পারবেন, বাংলা বই ডাউনলোড অথবা সরাসরি যান, http://www.boirboi.blogspot.com সাইটে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.