আমাদের কথা খুঁজে নিন

   

সালমান রহমান - ফালু এখন ব্যবসায়ী অংশিদার !



সালমান রহমান - ফালু এখন ব্যবসায়ী অংশিদার ! নতুনদেশ ডটকম আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার আসার শুরুর দিকের ঘটনা। চট্টগ্রামের ধনাঢ্য ব্যবসায়ী ও আইএফআইসি ব্যাংকের চার পরিচালকের বাসায় গিয়ে আচমকা হাজির হলো সরকারের প্রভাবশালী একাধিক মহল। তাদের জানিয়ে দেওয়া হলো, অবিলম্বে আইএফআইসি ব্যাংকের পরিচালকের পদ ছেড়ে দিতে হবে। কী কারণ? জানতে চাইলেন চার ব্যবসায়ী। কিন্তু কোনো সদুত্তর পেলেন না তাঁরা।

শুধু বলা হলো, পদ না ছাড়লে অনেক ভোগান্তি হবে। অজানা ভবিষ্যতের আশঙ্কায় আইএফআইসি ব্যাংকের পরিচালক পদ থেকে পদত্যাগ করলেন ইয়াসিন আলী, মোর্শেদ মুরাদ ইব্রাহিম, তারেক চৌধুরী ও নাসিরউদ্দিন। বিস্ময়কর হলো এই চার পরিচালকের পদত্যাগের পর আইএফআইসি ব্যাংকে অসম্ভব রকমের শক্তিশালী হয়ে উঠলেন লুৎফর রহমান বাদল। কাগজে-কলমে বাদল শক্তিশালী হলেন বটে কিন্তু আসলে সব ক্ষমতা চলে গেল মোসাদ্দেক আলী ফালুর হাতে। কারণ ফালুর হাত ধরেই উত্থান হয়েছে বাদলের।

ব্যবসায়ী মহল তো বটেই দেশের রাজনৈতিকসহ আরো একাধিক মহলেও এখন অনেকেই বিষয়টি জানেন যে, মোসাদ্দেক আলী ফালু ব্যবসায়িক প্রায় সব বিনিয়োগেই কোনো না কোনোভাবে আছেন বাদল। জানা যায়, সরকারের নীতিনির্ধারকরা আইএফআইসি ব্যাংকের নিয়ন্ত্রকের ভূমিকায় ফালু যাতে যেতে না পারেন এই বার্তা যখন সংশ্লিষ্ট মহলে জানিয়ে দেন তখন ভিন্ন কৌশলে বাদলের হাতকে শক্তিশালী করতে কার্যত ফালুর হাতেই ব্যাংকের ক্ষমতা রাখার বন্দোবস্ত করে সরকারের আরেকটি মহল। আর পুরো বিষয়টি যিনি তদারকি করেন তিনি হলেন আওয়ামী লীগ সভানেত্রীর বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান। এরপর ফালুর সঙ্গে একে একে নানা ব্যবসায় জড়ান সালমান এফ রহমান। সঙ্গে ফালুর বিশ্বস্ত সহচর বলে পরিচিত লুৎফর রহমান বাদল তো আছেনই।

আওয়ামী লীগের অন্যতম প্রভাবশালী নেতা বলে পরিচিত সালমান রহমানের সঙ্গে বেগম জিয়ার সবচেয়ে ঘনিষ্ঠভাজন খ্যাত মোসাদ্দেক আলী ফালুর নাটকীয় এই ব্যবসায়িক ঐক্য এখন রাজনৈতিক মহলে আলোচিত বিষয়। একসময় ফালুর মালিকানাধীন সাংহাই বাংলা সিরামিকের মালিক এখন সালমান রহমান। একাধিক সূত্র জানায়, প্রায় হাজার কোটি টাকায় সালমান রহমান ফালুর কাছ থেকে কিনে নিয়েছেন সাংহাই বাংলা সিরামিক। আওয়ামী লীগ-বিএনপির গুরুত্বপূর্ণ এই দুই নেতা একসঙ্গে জড়িয়েছেন মিডিয়া ব্যবসায়। জানা গেছে, তারা এখন এটিএন বাংলার ৪৯ শতাংশ শেয়ারের মালিক।

২৪০ কোটি টাকায় এই শেয়ার হস্তান্তর হয়েছে বলে এটিএন বাংলাসূত্রে জানা যায়। পুঁজিবাজারে আলোচিত এই দুই ব্যবসায়ীর যৌথ বিনিয়োগ আছে বলে আলোচনা আছে। আর যথারীতি এখানেও লুৎফর রহমান বাদল মূল ভূমিকায় বলে সূত্রগুলো জানায়। বেক্সিমকোর অভ্যন্তরে খোঁজ নিয়ে জানা যায়, গত বছরের জুনে ৭০ কোটি টাকা বিনিয়োগ করে জিএমজি এয়ারলাইন্সের ৫০ ভাগ শেয়ার কেনেন সালমান রহমান। প্রায় ২০০ কোটি টাকার শেয়ার কিনেছেন পাঁচ তারকা হোটেল ঢাকা ওয়েস্টিনের।

সৌদি যুবরাজ সালমান বিন সুলতান বিন আবদুল আজিজ আল সাউদের মালিকানাধীন মারসেল কোম্পানির সঙ্গে যৌথভাবে ইস্টার্ন রিফাইনারিতে হাজার কোটি টাকা বিনিয়োগের চুক্তি করেছে বেক্সিমকো। তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ইয়াসমিন মুর্শেদের মালিকানাধীন স্কলাস্টিকা স্কুলের একাংশও কিনে নিয়েছেন সালমান এফ রহমান। এসবের পাশাপাশি বর্তমান সরকার আসার পরে বেক্সিমকো পেট্রোলিয়াম লিমিটেড, ইনডিপেন্ডেট টেলিভিশন, 'বাংলাদেশ ইসলামিক স্কুল' প্রকল্পসহ আরো অনেক প্রতিষ্ঠান গড়ে তুলেছে বেক্সিমকো গ্রুপ। আর এসব প্রতিষ্ঠানে মোসাদ্দেক আলী ফালুর বিনিয়োগ আছে কি না তা নিয়ে নানা প্রশ্ন রয়েছে বিভিন্ন মহলে। অনেকেই ধারণা করেন, মোসাদ্দেক আলী ফালু সরাসরি এককভাবে কোনো নতুন ব্যবসায়ে না জড়িয়ে সালমান রহমানের মাধ্যমে বিনিয়োগ করছেন।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.