আজব বাংলাদেশের মানুষ! একই সাথে তারা কখনো জনদরদী আবার অত্যন্ত নিষ্ঠুর! গত শনিবারের কথাই ধরুন। মালিবাগ থেকে দুপুর তিনটায় বাসে উঠলাম উত্তরা যাবার জন্য। পুরো বাসই বলতে গেলে খালি কিন্তু মহিলা আসনগুলো ভরা ছিল। তাই পিছনে খালি জায়গা আছে দেখে সেখানে বসতে গেলেই পাশের তথাকথিত ভদ্রলোক বলে উঠলো মহিলারা কেন যে বাসে উঠে! এদের যন্ত্রণায় চলাফেরাই মুশকিল! অসহ্য!! এটা কি ধরণের কথা? যে দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন উচ্চ পদসমূহে মহিলারা কাজ করে সে দেশের মানুষেরাই যখন মেয়েদেরকে ন্যূনতম সম্মান দেখাতে চায়না তখন সে দেশের উন্নয়ন কিভাবে সম্ভব? একজন মেয়েকে শুধু মেয়ে না ভেবে মানুষ কবে ভাবতে শিখবে এদেশের তথাকথিত ভদ্রলোকেরা???
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।