একজন মানুষকে সব বিষয় জানতে হবে এমন কথা নেই। তাই যা জানি না তাকে স্বীকার করা উত্তম। আমি আগে জানতাম না কিভাবে আইএমএফ থেকে বিভিন্ন রাষ্ট্র স্বর্ণ ক্রয় করে, কোথায় তা রাখে, ট্রানজেকশানটা কি ভাবে হয়। বাংলাদেশ গোল্ড কিনার পর এনিয়ে আগ্রহ আরো বাড়ে। বিশেষ করে গত বছর শেষ দিকে স্বর্ণের দরপতনের পর ভারত, শ্রীলংকার রাষ্ট্রীয় স্বর্ণ ক্রয় সংক্রান্ত বিষয়টি আমাকে ভাবায়, এবং আন্তর্জাতিক মুদ্রা ডলারের পতন অবস্থায় বাংলাদেশ কি করতে পারে তা নিয়ে মাঝে মাঝে ভাবায়।
বাংলাদেশ সরকার ডলার সংক্রান্ত বিষয়ে স্বর্ণ ক্রয়ে করা উচিত, তা কেন করছে না ইত্যাদি নিয়ে হা হুতাশ করছিলাম। এর মাঝে ঘোষণা বিবি স্বর্ণ ক্রয় করছে। শুনে এমন খুশি হলাম বলার মতো না, যাক বাবা, আওয়ামী লীগ সরকারের জনমে ২টা ভালো কাজ করে থাকলে এটা তার একটা।
সাধারণ জনগণের মধ্যে যাতে আবার দ্রুত বিয়ের খায়েশ ফিরা না আশে তার জন্য সরকার মিডিয়াতে প্রচার করে দিলো যে এর সাথে বাজারি স্বর্ণের কোন সম্পর্ক নেই। চমৎকার কাজ হয়েছে, এটা দরকার ছিলো, যদিও অনেকের বিয়ের স্বর্ণ কেনার আশায় ছাই পড়েছ, সে যাই হোক।
স্বাভাবিক ভাবে বন্ধুরা মিলে বিষয়টি নিেয় আলোচনা করছিলাম। যেহেতু বিবি গোল্ড দেশে আনেনি, তাই ধরে নিলাম এটাই মনেহয় নিয়ম। আমার মনে হওয়াটাকে বন্ধুদরে সাথে শেয়ার করায় তারা বিজ্ঞের মত জানালো এটাই নিয়ম। আমি তো বিস্তারিত জানি না তাই অপারগতা প্রকাশ করে থামলাম।
গত কাল পত্রিকা পড়ে চক্ষু আমার তারা দেখছে যেন! আমার বাম বা ডান পন্থী বন্ধুরা না জেনেই জ্ঞানীর ভাব নিলেন, মাথা দোলালেন।
মেজাজ খারাপ হয়েগেল তাদের উপর। না জানলে স্বীকার করতে এদের গায়ে বাজে কেন? এরা নেতা বা চিহ্ণিত আঁতেল বলে ? নাকি চরম অজ্ঞতা নাকি আরো কিছু ? শেষতক নিজেই ইন্টারনেট ঘেটে জেনে নিলাম।
হায় আমাদের বিবেক...
নিচের লিংকে এসংক্রান্ত তথ্য পাবেন
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।