আমাদের কথা খুঁজে নিন

   

ভ্রমণ টিপসঃ ব্যাগ গোছানো ( গ্রীষ্মকাল /বীচ ভার্সন )

আমরা অনেকেই বেড়াতে যাওয়ার সময় কি নিব কি রেখে যাব সেটা নিয়ে মহা ঝামেলায় পড়ি! প্যাকিঙয়ের টেনশনে মাথা খারাপ হওয়ার যোগাড় !আমার জাপানী রুমমেটকে দেখতাম এক মাস আগে থেকে ব্যাগ গোছানো শুরু করে যাওয়ার আগেরদিন পর্যন্ত একশবার লাগেজ খুলে কিছু অ্যাড করতো কিছু বাদ দিত!তাই আমার মতো যারা আলসে প্রকৃতির ,বা যাদের এক মাস আগে থেকে ব্যাগ গুছিয়ে রাখার সময় সুযোগ নেই ,তাই শেষ মুহূর্তে ব্যাগ গোছাতে গিয়ে এটা সেটা ভুলে যান, তাদের জন্য নিচে একটা লিস্ট তৈরি করলাম। প্রয়োজনের সময় একটু চোখ বুলিয়ে নিলেই মনে পড়বে কি কি নেয়া দরকার,কি কি নেয়া হলো আর কি কি বাদ পড়লো। এই তালিকাটি কক্সবাজার, সেন্ট মার্টিন ,থাইল্যান্ড ,মালয়েশিয়া ,ইন্দোনেশিয়া বা যেকোনো উষ্ণ বা সমুদ্র সৈকতে কয়েকদিনের ট্যুর এর জন্য প্রযোজ্য। ফার্স্ট এইড কিটঃ ১। ওরস্যালাইন ২।

পারাসিটামল ৩। এন্টিসেপ্টিক ক্রিম যেমন , সেভলন ক্রিম ( শেভ করার পরও ব্যাবহার করা যাবে ) ৪। ব্যান্ড - এইড ৫। মেডিকেশনে থাকলে আপনার প্রয়োজনীয় ওষুধ গুলো। সাজসজ্জা (মেয়েদের জন্য) ১।

পছন্দ ও প্রয়োজন অনিযায়ী হালকা গহনা । ২। পাওডার ফাউন্ডেশন (লিকুইড ফাউন্ডেশন না নেয়াই ভাল,তবে কনফারেন্স বা অফিসিয়াল কোন মিটিং এ অংশ গ্রহনের প্রয়োজন হলে নেয়া যেতে পারে ) ৩। পেন্সিল কাজল একটি, জেল লাইনার একটি এবং মাস্কারা একটি ( পানিরোধক ) ৪। হাল্কা রঙের পছন্দের একটি ম্যাট লিপস্টিক বা লিপটিন্ট (কোরাল,লাইট পিঙ্ক ,ন্যুড ), সাথে একটি ব্রাউন লিপ লাইনার (যেমন ,জর্ডানার current) ৫।

ছোট কোন আই শ্যাডো প্যালেট। সাথে হালকা কিছু মেক আপ ব্রাশ(প্রয়োজন হলে) ৬। মেকআপ রিমুভার ও কটন বল ( পানিরোধক মেক আপ তোলার জন্য, চাইলে ভাসলিন দিয়েও তোলা যায়) ৭। চুল বাঁধার ব্যান্ড ,ক্লিপ ও পান্চ ক্লিপ সাজসজ্জা( ছেলেদের) : ১। শেভিং জেল (ট্রাভেল সাইজ) ২।

রেজার ৩। আফটার শেভ( স্যাভলন ক্রীম ও ব্যাব হার করা যাবে) ৪। হেয়ার জেল (ছোট কোন কৌটায় প্রয়োজনমতো নিয়ে নিলে বড় কৌটো বহনের ঝামেলা থাকবে না) বেসিক (সবার জন্য): ১। অল ইন ওয়ান ময়েশ্চারাইজার ও ভ্যাসলিন( প্লেন, এয়ারকন্ডিশন্ড বাস,বা হোটেলে থাকলে ত্বক শুষ্ক হয়ে যায়। ২।

সানস্ক্রিন (২৫-৫০ এস পি এফ) ৩। চিরুনি ৪। টুথপেষ্ট, টুথব্রাশ ৫। ফেসওয়াশ ৬। মিনিপ্যাক শ্যাম্পু ও কন্ডিশনার,শাওয়ার জেল (ট্রাভল সাইজ) ৭।

সানগ্লাস ৮। ফোল্ডিং ছাতা( প্রয়োজন অনুযায়ী) ৯। হ্যান্ড স্যানিটাইজার ১০। টিস্যু পেপার ও ওয়েট টিস্যু(মাস্ট)। অনেক দেশে টয়লেটে পানির ব্যাবস্থা থাকে না,তখন ওয়েট টিস্যু ছাড়া গতি নেই।

১১। ডিওডোরেন্ট ও পারফিউম( স্যাম্পল সাইজ) ( বি: দ্র: অনেক হোটেলে কমপ্লিমেন্টারি ব্রাশ,পেস্ট,শাওয়ার জেল,শ্যাম্পু ও কন্ডিশনার থাকে,তবে আমি নিজের জিনিস নিয়ে যাওয়াটাই ভালো মনে করি। বিশেষ করে,পেস্ট আর ব্রাশ( দাঁত থাকতেই দাঁতের মর্যাদা দেয়া আর কি ) বাকি থাকলো পোশাক পরিচ্ছদ , জুতো মোজা,ট্র‌্যাভেল ডকুমেন্টস ও ইলেকট্রনিক সামগ্রী। এগুলো যার যার প্রয়োজন ও পছন্দমতো নিয়ে নিলেই হবে। তাই এই বিষয়ে কিছু লিখলাম না।

কারো কিছু মনে পড়লে কমেন্টে জানিয়ে দিবেন প্লিজ। সবাইকে ধন্যবাদ। হ্যাপি ট্রাভেলিং!  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।