মানুষ মারা যায় একদিন ,মানুষ প্রতিদিন বাচে না , প্রতিদিন বেচে যায়
মানুষ বলে ভালোবাসা খুব বাজে । অনেক অশান্তি সৃষ্ঠি করে । অনেক কে দেখেছিও চোখের সামনে এই জিনিস টার কারনে ভেঙ্গে যেতে । কিন্তু আমি এবং আমার ভালোবাসার মানুষ টি কখনো ভাঙ্গি নি । সাহায্যহীন ভাবে কাটিয়েছি অনেক গুলো দিন ।
আমাদের সাহায্য করার মতন কেউ ছিলো না । কিন্তু না ! ভালো যখন বেসেছি ছেড়ে দেয়ার কথা চিন্তা করব না । একজন লোক বলেছেন "There is no such thing as helplessness. It's just another word for giving up " কথাটা সত্য । আজ আবারো অনেক আশাহত মনে হচ্ছে নিজেকে । মেয়েটাকে অনেক ভালোবাসি ।
আবেগের বেশে বলব না "তোমাকে ছাড়া বাচব না , আমি মরে যাব " । কিন্তু বলব তোমাকে ছাড়া থাকতে কষ্ঠ হবে অনেক । ভাগ্য খোদা তায়ালা লিখে রাখেন । লেখা থাকলে ইনশাল্লাহ এক ই থাকব আমরা ।
অনেক বার ই আমাদের অনেক বিপদের মদ্ধ্যে দিয়ে যেতে হয়েছে তার পরো আমরা টিকে আছি ।
পরিবারের কেউ ই মেনে নিবে না আমাদের । কিন্তু সময় অনেক আছে হাতে । ভাগ্যে থাকলে পরিবার না কেউ ই পারবে নাহ আলাদা রাখতে ।
কিন্তু , আমার জন্য তুমি তোমার পরিবারের কাছে অনেক কষ্ঠ সহ্য করেছ । পৃথিবীতে সবকিছুই সহ্য হয় ।
কিন্তু যখন একদিন তুমি কেদে কেদে বলেছিলে " তুমি আমার সাথে থেকো , আমার যত কষ্ঠ হোক আমি সহ্য করে নেব , তারপরো যদি আমরা এক হতে পারি তাহলে আমি কোনদিন ও এই কষ্ঠ গুলোর কথা মনে রাখব না " আমার জীবনের কষ্ঠ দায়ক মূহুর্ত গুলোর একটি ছিলো এটি । কেদে কেদে যখন আপনার ভালোবাসার মানুষ টি আপনাকে এই কথাটা বলবে তখন বুঝতে পারবেন জীবনটা কত কষ্ঠের । বলেছিলাম আল্লাহ বাচিয়ে রাখলে ইনশাল্লাহ আমি তোমার সাথে সারাজীবন থাকব । তোমার সাথে কখন বিশ্বাসঘাতকতা করব না । তোমার চোখের পানির দাম টা রাখব আমি ।
তোমাকে আর কখন কাদতে হবে না ।
কিন্তু গতকাল যে আবার তোমায় কাদতে হল ? এর জন্য আমি দায়ি ? আমার ভালবাসা কি ব্যার্থ ?
আশায় থাকি সবসময় তোমার ফোন থেকে একটা কল আসবে আর আমার মুখে হাসি টা ফুটবে । আল্লাহ ই যানে কত দিন এই হাসি থেকে বিচ্ছিন্ন থাকতে হবে আমাকে ।
রাতেও তাহাজ্জুত এর নামাজ পরে দোয়া করেছি আল্লাহ যেন তোমাকে সুস্থ্য রাখে । কোন কষ্ঠ যেন না আসে তোমার জীবনে ।
আমি আছি আমি থাকব ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।