আমাদের কথা খুঁজে নিন

   

আশাহত আশা

অজানা মানুষ আজ সামহ্যেয়ার ব্লগ এ এক ব্লগার লিখেছেন বাংলাদেশে জন্ম গ্রহন করা পাপ আর মুত্যু মহাপাপ। সত্যিই আজব এক দেশে বাস করছি আমরা । যেখানে জীবনের কোন নিশ্চিয়তা নাই। মায়ের কলে সন্তান । বসত ঘরে পরিবার পরিজন ।

স্কুল কলেজে ছাত্র ছাত্রী । কর্ম ক্ষেত্রে শ্রম জীবী। রাস্তা ঘাটে পথচারী কিংবা ব্যবসায়ী বা শ্রমিক । চারদিকে মুত্যুর আহাজাহি। গুম থেকে জেগে বা ঘুমাতে জাওয়ার আগে শুনতে হয় অসংখ মানুষের মুত্যু ,অপহরণ ,গুম,ডাকাতি অথবা মুত্যু ,অপহরণ ,গুম,ডাকাতি এই ভয় নিয়া ঘুমাতে হয় ।

আমরা এ থেকে পরিত্রাণ চাই । চাই সুন্দর ভাবে বেছে থাকতে । চাই জীবনের নিরাপত্রা । আমরা চাই না মুত্যু ,অপহরণ ,গুম,ডাকাতি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।