আমাদের কথা খুঁজে নিন

   

আশাহত

সন্ধি মুহিদ

রূপঞ্জীল, তোমার ছিল আমার স্বপ্নে বসবাস,
তুমি ছিলে আমার সবচে নিরাপদ আশ্রয়
কিন্তু তুমি আমার সবচে বড় হতাশার নাম!

জীবনে যখনই যেখানে, মনে মনে পেয়েছি আঘাত,
কল্পনায় তোমার কাছেই হয়েছি আশ্রিত।
তোমার কোলে মাথা রেখে কেঁদেছি,
তুমি আমার মাথায় বুলিয়েছো হাত,
দিয়েছো সান্ত্বনাবাক্য, স্বস্তি পেয়েছি আমি।
ভেবে সুখী হয়েছি, "আমার কেউ আছে!"

রূপঞ্জীল, বাস্তবে তুমি তেমন নও,
তোমার কাষ্ঠ-মনে আমার জন্য একটু আশ্রয়ও নেই
কল্পনার সাথে বাস্তবতার অমিল করেছে আমাকে হতাশ।

'আশাহত'
সন্ধি মুহিদ
২০/১/১৪

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।