আমাদের কথা খুঁজে নিন

   

আশাহত নাগরিকের এলোমেলো কথা

নামহীন অনুভূতি

সিএসবি নিউজ, র‌্যাংকসটেল সহ অন্যান্য পিএসটিএন, ইউটিউব, চ্যানেল ওয়ান, ফেসবুক এবং সর্বশেষ আমার দেশ পত্রিকা। মানুষের অধিকার, বাকস্বাধীনতা, গনতন্ত্র, অর্থনৈতিক, সামাজিক ও জীবনের নিরাপত্তাহীন আজকে আমার বাংলাদেশ। আমি দুঃখিত, আমি ড. মুহম্মদ জাফর ইকবাল এর মতন স্বপ্নরাজ্যে বিচরণ করা মানুষ নই। হয়ত অল্পতেই মুষড়ে পড়ি। মাঝে মাঝে ভাবি চলে যাই দেশ ছেড়ে। কি দরকার এমন দেশ যেখানে কোনো বোনকে ধর্ষণের পর জবাই করে হত্যা করে ফেলে রাখা হয় ধানক্ষেতে? কি দরকার এমন দেশের যেখানে কোন স্বামীপরিতক্তা মাকে তার ছোট শিশুটির খাবারের টাকা জোগাড়ের জন্য বেচতে হয় নিজের দেহ আর কোন টিভি চ্যানেল সে অপরাধে এগুলো নিয়ে ক্রাইম রিপোর্ট করে ভদ্রের মুখোশ পরতে চায়! কি দরকার এমন দেশের যেখানে বোনকে উক্তত্যকারীদের প্রতিবাদ করতে গিয়ে প্রাণ দিতে হয় কোন ভাই এর! কি দরকার এমন দেশের যেখানে কোন বৃদ্ধ বাবার সারা জীবনের সঞ্চয়ের টাকাটুকু ব্যাংক থেকে উঠিয়ে বাড়ি যাওয়ার পথে অস্ত্রধারীরা সব কেড়ে নেয় কোন থানার সামনে থেকেই! এ দেশে আমাদের নিজের ভাষায়, নিজের বর্ণমালায় লেখার সুযোগ করে দেওয়া অভ্রের বিরুদ্ধে যুদ্ধে নামে ডিজিটাল বাংলাদেশ এর জনকেরা। দেশের সবচে মেধাবী ছাত্ররা গণরুমে থেকে, হাতধোয়া পানির ডাল খেয়ে বাঁচে সেই দেশ নিয়ে কি আসলেই আর কোনো স্বপ্ন দেখা যায়? আমাদের এই অসহায়ত্ব আমাকে লজ্জিত করে, এসব অন্যায় ঘৃণায় আমার চোয়াল শক্ত করে দেয়। সকল অধিকার হরণ ও অন্যায়ের প্রতিবাদ জানাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।