আমাদের কথা খুঁজে নিন

   

অন্ধকার ও সভ্যদের গল্প

আজো আমার বোধ হলো না। ভেতরে নীল ক্রোধ হলো না।পরান-গলা রোধ হলো না।

বাতাশে কিসের যেন পোড়া গন্ধ ভাসে, আমি শংকিত হই, এ আমার দগ্ধ হৃদয়ের সুবাস নয় তো! ঘৃনার আগুনে পুড়ে ছাই হয়নি এখনো। মুখোশধারীরা এগিয়ে আসে হিংস্র দাতগুলো বের করে ক্রমাগত হাসে, শোষন, নিষ্পেষন আর নির্মমতার ছুরি নিয়ে ঝাপিয়ে পড়ে; আমি শংকিত হই, এ আমার সমাজের সুধী মন্ডলী নয় তো! মনুষ্যত্তের সবচেয়ে নিচুস্তরে নেমে গেছে। চারিদিক অন্ধকারে ঢেকে আসে মুখোশধারীরা আগুন জ্বালে, শিকোয় গেথে কিছু একটা পোড়ায় ঊন্মত্ত উল্লাসে মাতে; আমি আবারো শংকিত হই, এ আমাদের শ্রমিকের জীর্ন বাহু নয় তো! আমার পাকস্তলি ছিড়ে বমি উগরে আসে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।