আমাদের কথা খুঁজে নিন

   

জলপাই মামাদের গেট, একটি ম্যানহোল এবং জনৈক পালসার আরোহীর একটি ভয়াবহ সন্ধ্যার গল্প

আমি এবং আমরা

আজকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আমি বাইকে চড়ে আইডিবি থেকে উত্তরা আসছিলাম। চালাচ্ছিলাম একটা বাসের পিছন পিছন। জাহাঙ্গীর গেটের ঠিক একটু আগে হঠাৎ এমন একটা ঝাঁকি খেলাম যে আর বলার না, মনে হল নিশ্চয় আট নাম্বার ভূমিকম্প হয়ে গেছে। আমার এক হাত পালসার থেকে ছুটে গেল, বাইকের অবস্থা টালমাটাল। স্পিড কম ছিল না।

কোনোরকমে এদিক ওদিক দুলতে দুলতে বাইক সামলাতে পারলাম। আল্লাহ মালুম, কিভাবে সামলালাম। ব্রেক করে বুকে ফুঁ দিচ্ছি, পাশে আরো দুইটা বাইক দাঁড়াল। বলল, ভাই সাবধানে চালাবেন না? এটা বহূত পুরোন গর্ত!! আমি ভাবলাম, ওহে সেলুকাস, কি আর দেখেছিলে ইন্ডিয়ায় - আসতে যদি এই মগের মুল্লুকে, তোমার আলেকজান্ডার আরো যে কত কি ডায়ালগ শোনাত তোমায়! সিরিয়াসলি, মানুষ কতবড় আহাম্মক হলে রাস্তার মাঝে এই রকম গর্ত ঠিক না করে ফেলে রাখে তা একমাত্র আল্লাহই জানেন। একটুর জন্য কতবড় একটা অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেলাম আজকে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।