স্বপ্নের ধ্বনিরা এসে বলে যায়, স্থবিরতা সবচেয়ে ভালো
গোলাপ না রমনী
পথের ধারে দেখে এলাম একজোড়া যুবতী গোলাপ
একজোড়া মিষ্টি গোলাপ
রক্তিম গোলাপ
একজোড়া গোলাপ না ললনা!
ললনা না গোলাপ!
অথবা গোলাপের ভিতর ফুটেছে ললনারা!
কিংবা ললনারা সেজেছে রক্তিম গোলাপ
লাল টুকটুকে গোলাপ,
স্নিগ্ধ একজোড়া গোলাপ,
শিশিরে ভেজা শীতল গোলাপ
গোলাপ না কপোতি!
কপোতি না গোলাপ!
অথবা গোলাপের ভিতর জন্ম নিয়েছে কপোতি!
কিংবা কপোতি সেজেছে রক্তিম গোলাপ
কোন এক কপোতের আশায়
শত কপোতের দৃষ্টি এড়িয়ে কিংবা দৃষ্টিভেদ করে
অথবা কোন এক ভুল সখার পাখায় ভর করে কতদূর উড়ে যাবে!?
মানুষখেকো বৃক্ষের মতো আক্রোশে
শীতল মাটির শেকড় তাকে জড়িয়ে ধরবে!
মৃত্তিকায় মিশে যাবে কপোতি অথবা গোলাপ
কিংবা ললনারা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।