আমাদের কথা খুঁজে নিন

   

নাটকের নামে ফাজলামি



দেশ টিভিতে ঈদের সাত দিন প্রচারিত হয়েছে সাত পর্বের বিশেষ ধারাবাহিক নাটক “এই সময়ে সেই সব মানুষেরা”। নাটকটি পরিচালনা করেছেন তরুণ নাট্যনির্মাতা রেদোয়ান রনি। নাটকটি নন্দিত কথাসাহিত্যিক, নাট্যকার হুমায়ূন আহমেদের জনপ্রিয় চার চরিত্র বাকের ভাই, হিমু, বড় চাচা এবং মিসির আলিকে নিয়ে নির্মিত হয়েছে। বাংলা নাটকের ইতিহাস সেরা চরিত্র বাকের ভাইকে অনেক দিন পর আবার টিভিতে দেখতে পাব এই উত্তেজনায় আমার আর অপেক্ষাই সহ্য হচ্ছিল না শুধু মনে হচ্ছিল কখন শুরু হবে কখন শুরু হবে। অবশেষে শুরু হল ঠিকই কিন্তু যে উত্তেজনা নিয়ে দেখতে শুরু করেছিলাম সে উত্তেজনা আর টিকে রইল না, কারন নাটকের নামে যা দেখলাম তা একপ্রকার চরম ফাজলামি ছাড়া আর কিছুই মনে হলো না।

নাটকে মোশারফ করিম কে সাজানো হয়েছে হিমু, তিনি বেশ ভালই অভিনয় করেছে কিন্তু গোঁল বাধিয়েছে তার মুখ ভর্তি দাড়ি। শুধু মাত্র একটি বইয়ে হিমুর দাড়ির কথা বলা হলেও আর সব বয়েই হিমু দাড়ী ছাড়া,আর পরিচালক তাকে সাজালেন দাড়ি দিয়ে। এর থেকে আরো বেশি অবাক হলাম যখন দেখলাম পরিচালক নাটক আর বাস্তব একসাথে গুলিয়ে ফেলেছেন। ঘটনাটি এমন- হিমু প্রতি সন্ধায় একটি গলির ভেতর বাকের ভাই কে দেখতে পায় কিন্তু বাকের ভায়ের তো ফাঁসি হয়ে গেছে! তাই এই সমস্যা নিয়ে তিনি যান মিসির আলির কাছে। মিসির আলি তাকে এক পর্যায়ে বলেন যে আসাদুজ্জামান নূর তো নাটকে এই চরিত্রে অভিনয় করেছিলেন তার সাথে কথা বলে দেখুন তিনিই ওখানে দাড়ীয়ে থাকে কিনা।

তখন হিমু আসাদুজ্জামান নূরের সাথে দেখা করতে যায়-এখানে বাকের ভাই চরিত্রটিকে নাটকের চরিত্র হিসেবে দেখানো হয়েছে। আবার সে যখন সূবর্না মুস্তফার সাথে দেখা করতে যায় তখন সূবর্না মুস্তফাকে দেখানো হয়েছে মোনা হসেবে,যে বাকের ভাইকে হারানোর দুঃখে এখন পর্যন্ত বিয়েই করে নি। তার মানে এখানে বাকের ভাইকে দেখনো হয়েছে বাস্তবিক চরিত্র হিসেবে। পরিচালক কী ভেবে এমন করলেন সেটা সেই জানে। আমি শুধু অবাক হই বাংলার মানুষ যার জন্য রাস্তায় মিছিল করেছে,যার মৃত্যুর পর দেশের বিভিন্ন জায়গায় কূলখানি পর্যন্ত করা হয়েছে সেই বাকের ভাইকে নিয়ে পরিচালক এরকম ফাজলামি করার সাহস কথায় পেলো!এছাড়াও নাটকটি নিয়ে আরো বিতর্ক তৈরি হয়েছে।

নাটকটিতে তিনি হুমায়ূন আহমেদের কিছু বইয়ের লেখাকেই সংলাপ হিসেবে ব্যাবহার করেছে এবং তাঁর চরিত্র গুলো নিয়ে নাটক তৈরি করেছে কিন্তু হুমায়ূন আহমেদের কোন অনুমুতি নেয়নি যা কপি রাইট আইন অনুযায়ী দ্বন্দনীয় অপরাধ এবং তার মতে এই নাটক দিয়ে তাঁর মানহানি করা হয়েছে। তাই তিনি দেশ টিভিকে এই নাটক প্রচার না করার জন্য লিখিত দিলেও দেশ কর্তৃপক্ষ তাতে কর্ণপাত করেনি তাই ক্ষুদ্ধ হয়ে তিনি দেশ টিভির নামে এক কোটি টাকার মানহানি মামলা করতে যাচ্ছেন। দেখা যাক নাটকের নামে এই ফাজলামিকে নিয়ে ঘটনা আর কতদূর গড়ায়!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।