নওয়াজ শরীফের পক্ষ থেকে আমন্ত্রণের পর মনমোহন সিং অনুষ্ঠানে যোগ দিতে অপারগরতা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন ভারতীয় গণমাধ্যম।
ভারতীয় টেলিভিশন চ্যানেল ‘টাইমস নাউ’ জানায়, মনমোহন তার সরকারি কাজকর্মে ব্যস্ত থাকার কারণে শপথ অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না।
পাকিস্তানে গত ১১ মে’র নির্বাচনে নওয়াজের মুসলিম লীগ সবচেয়ে বেশি আসনে জয়ী হয়েছে এবং দলটি জোট সরকার গঠন নিয়ে আলোচনা চালাচ্ছে। পাকিস্তানের নতুন সরকারের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফই হবেন বলে জানানো হয়েছে দলের পক্ষ থেকে।
রোববার ভোটের বেসরকারি ফল প্রকাশের পর ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং নওয়াজকে অভিনন্দন জানিয়ে সুবিধামতো সময়ে ভারত সফরের আমন্ত্রণ জানান।
এরপর নওয়াজ শরীফ তার শপথ অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য মনমোহন সিংকে আমন্ত্রণ জানান।
নওয়াজ শরীফ ক্ষমতায় ফেরায় দু’দেশের সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হবে বলেই আশা করছে ভারত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।