আমাদের কথা খুঁজে নিন

   

নওয়াজের সঙ্গে দ্রুত সাক্ষাতের আশা ওবামার

মঙ্গলবার রাতে টেলিফোনে নওয়াজ শরিফের সঙ্গে আলাপচারিতায় এ আশাবাদ ব্যক্ত করেন ওবামা। এ সময় তিনি দেশটির নির্বাচনে বিজয়ী হওয়ায় নওয়াজকে যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানান।
পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ –এর এক সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে দ্য ডন এ খবর জানিয়েছে। টেলিফোল আলাপে ওবামা প্রতিকূল পরিস্থিতিতেও নির্বাচনী প্রচারণা চালানোয় নওয়াজের সাহসের প্রশংসা করেন।
ওবামা বলেন, ‘আপনি(নওয়াজ) যে জনরায় অর্জন করেছেন আমেরিকা তাকে শ্রদ্ধা জানায়।

’ পাকিস্তানের সঙ্গে আরো বন্ধুত্বপূর্ণ এবং অর্থনৈতিক ঐক্যে কীভাবে বাড়ানো যায় সে প্রচেষ্টা আমেরিকার রয়েছে বলেও ওবামা জানান।
প্রত্যুত্তরে নওয়াজ শরিফও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণের জন্য ধন্যবাদ জানান। ১৪ বছর পর আছে আবার দেশটির ক্ষমতায় ফিরে এসেছে নওয়াজ শরিফের নেতৃত্বাধীন মুসলিম লিগ। এরফলে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন তিনি।
পাকিস্তানের ইতিহাসে নওয়াজই প্রথম তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হচ্ছেন।


১৯৯৯ সালে সেনাপ্রধানের পদ থেকে পারভেজ মুশাররফকে সরিয়ে দেয়ার চেষ্টার কারণেই নওয়াজকে ক্ষমতা হারাতে হয়েছিল। আর তাই পাকিস্তানের বিশৃঙ্খল রাজনৈতিক প্রেক্ষাপটে টিকে থাকতে হলে আবারো ওই ভুল না করার ব্যাপারে সতর্ক থাকতে হবে তাকে, বিশেষ করে শীর্ষ সামরিক কর্মকর্তাদের ক্ষেত্রে।
কারণ, পাকিস্তানে এবারই প্রথম এক নির্বাচিত সরকারের কাছ থেকে আরেক নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর হলেও শরিফকে প্রভাবশালী সামরিক বাহিনীর জেনারেলদের সঙ্গে কাজ করে যেতে হবে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।