আমাদের কথা খুঁজে নিন

   

পাকিস্তানে নির্বাচন: জয়ের পথে নওয়াজের দল

শনিবার এ নির্বাচনের মধ্য দিয়েই পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের প্রেক্ষাপট তৈরি হয়েছে যাতে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় স্পষ্ট ব্যাবধানে এগিয়ে আছে নওয়াজের দল।  
রাতে ভোট গণনা চলার সময় যে ফল পাওয়া গেছে, তাতে জাতীয় পরিষদের ২৭২টি আসনের মধ্যে পিএমএল-এন জয় পেয়েছে ১১৯টিতে।
অপরদিকে ইমরান খানের তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সঙ্গে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) তীব্র প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। দুটি দলই শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৪টি আসনে জয়ী হয়েছে।
এ নির্বাচনে নওয়াজের নেতৃত্ত্বাধীন পিএমএল-এন বড় জয় পেতে যাচ্ছে বলে আভাস পাওয়া গেলেও একক সংখ্যগরিষ্ঠতা থেকে এখনও কিছুটা দূরে রয়েছে দলটি।


বিশ্লেষকদের ধারণা, নওয়াজের মুসলিম লীগই পাকিস্তানের পরবর্তী সরকার গঠন করতে যাচ্ছে।
পার্লামেন্টে ১২৪টি আসন নিয়ে গত পাঁচ বছর পাকিস্তানের ক্ষমতায় ছিল পিপিপি সরকার।
লাহোরের নিজ বাসবভন থেকে দলের ‘বিজয়’ ঘোষণা করে উপস্থিত সমর্থকদের উদ্দেশ্যে দেয়া ভাষণে তার ওপর আস্থা রাখার জন্য পাকিস্তানের নাগরিকদের ধন্যবাদ জানিয়েছেন নওয়াজ।
তিনি নিজে লাহোর ও সারগোদার দুটি আসনে জয়ী হয়েছেন।
নওয়াজ এর আগে দুইবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন, প্রথমবার ১৯৯০ সালে এবং দ্বিতীয়বার ১৯৯৭ সালে।

কিন্তু কোনোবারই তিনি পুরো মেয়াদ পার করতে পারেননি।
প্রথমবার মেয়াদ ফুরানোর আগেই তৎকালীন প্রেসিডেন্ট গোলাম ইসহাক খান সরকার ভেঙে দেন। আর দ্বিতীয়বার ক্ষমতায় যাওযার পর ১৯৯৯ সালে তৎকালীন সেনাপ্রধান জেনারেল পারভেজ মুশাররফ সেনা অভ্যুত্থানের মাধ্যমে নওয়াজকে ক্ষমতাচ্যুত করেন।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.