আমাদের কথা খুঁজে নিন

   

নওয়াজের সাড়া ইতিবাচক, সম্পর্ক উন্নত হবে: মনমোহন

‘দ্য ডন’ এর খবরে বলা হয়েছে, নয়াদিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মনমোহন বলেন, তার সরকার পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় এবং দু’ দেশের মধ্যকার সব ধরনের সমস্য শান্তিপূর্ণভাবে মীমাংসা করা যাবে বলেই আশা করছে। তিনি বলেন, ভারত সরকার পাকিস্তানের সঙ্গে সব সমস্যা শান্তিপূর্ণভাবে সমাধানের প্রতিশ্রুতিতে অবিচল রয়েছে।পাকিস্তানের হবু প্রধানমন্ত্রী শরীফও একই প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে জানান মনমোহন। এক প্রশ্নের জবাবে মনমোহন বলেন, গত ১১ মে পাকিস্তানের নির্বাচনে নওয়াজের দল পিএমএল-এন জয়ী হওয়ার পর তিনি নওয়াজকে অভিনন্দন জানিয়ে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন।আর শরীফও তাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান। তবে পাকিস্তান সফরের ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এবং দিনক্সণও ঠিক হয়নি বলে মনমোহন জানালেও তিনি জোর দিয়ে বলেন, “প্রতিবেশী দেশ হিসাবে আমরা অবশ্যই পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই।”

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।