কালো সুন্দরী
ডা.সুরাইয়া হেলেন
ছিলাম আমি ভারি সুন্দর
গায়ের রংটি কালো
পাড়াপড়শি সুন্দরী না বলে
বলতো,নাক-চোখ খুব ভালো !
আমার বোনটি অতি ফর্সা
চেহারা স্বভাবে বাঁদর
লোকে তাকে করে আদর
বলতো,পরীর মতো সুন্দর !
কালো মেয়ে সুন্দরী নয়
তখন থেকেই জানি
বর্ণবাদে এগিয়ে বাঙালি
যতই দিক বাণী !
কালো মেয়ের জন্ম দিয়ে
মা’য়ের মুখ কালো
বিদ্যাবুদ্ধিতে সবার সেরা
দেশটি করে আলো !
বাবা-মার চোখে নেই তবু ঘুম
বিয়ের বয়স হলে
মুখে হাসি ফোটে তাদের
যৌতুকে বর পেলে !
(এই কবিতাটি আমার ব্যক্তিগত জীবন কথা নয় ।বাংলার অগণিত মায়াবী শ্যামা মেয়ের কথকতা ! )
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।