আমাদের কথা খুঁজে নিন

   

ফাইল রিনেম করুন তুরিতে ফাইলের সংখা সমস্যাই না



আমাদের অনেক সময় ফাইল রিনেম করতে হয়। একটা দুইটা ফাইল রিনেক করা কোন সমস্যাই না কিন্তু যখন অসংখ ফাইল রিনেম করতে হয় তখন কান দিয়ে ধোয়া বেরুনোর উপক্রম হয়। আমরা অনেক সময় গানের সাথে হাবিজাবি লেখা দেখি এগুলো কাটতে গেলে অনেক সময় লাগে এজন্য এপথে এগুই না। আবার ইচ্ছেও করে ইশ সব গানের সাথে যদি আমার নাম লেখা যেত সব অক্ষত রেখে। আমি আগে গানের সাথে অ্যালবামের নাম লিখতাত একটা একটা করে রিনেম করে, যা ব্যাপক সময়সাধ্য এবং বিরক্তিকর।

আজকের আলোচ্য সফটওয়ারের মাধ্যমে আপনি রিনেম করায় এক ব্যাপক স্বাধীনতা পাবেন। ব্যাবহারের নিয়মাবলী: * প্রথমে সফটওয়ারটি ইনষ্টল করুন * সফটওয়ারটি চালু করুন * 'Current Directory' লেখার ডান পাশ থেকে আপনার ফাইলের লোকেশনে যান * যে ফাইলগুলোর নাম পরিবর্তন করতে চান সেগুলো মার্ক করুন সব ফাইল করতে চাইলে রাইট ক্লিক করে "Mark All" সিলেক্ট করুন। * নিচে বাম পাশ থেকে Space, Text, Number, Date and Time, Path ইত্যাদি Add করতে পারবেন এবং Space, Text, Number, Date and Time and Change case, Split, Replace etc Remove করতে পারবেন। * কাজ শেষে উপরে বাম পাশ থেকে রিনেম বাটনে ক্লিক করুন। * একটি মেসেজ আসবে Proceed করুন * কিছুক্ষনের মধ্যেই ফাইল রিনেমের কাজ সম্পন্ন হবে।

এটি চালতে এক্সপি ব্যাবহারকারীদের মাইক্রোসফট নেট ফার্মওয়ার দরকার হবে এখান থেকে ডাউনলোড করতে পারেন। সফটওয়ারটি ডাউনলোড করতে এখানে যেতে পারেন Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.